১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:১৬

ডেন্টালে ভর্তি পরীক্ষা ১০ নভেম্বর

নিজস্ব প্রতিবেদক:

সরকারি-বেসরকারি ডেন্টাল কলেজে ভর্তি পরীক্ষা আগামি ১০ নভেম্বর সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। এবারের ভর্তি পরীক্ষায় প্রতি আসনের বিপরীতে ৪২ জন ভর্তিচ্ছু ছাত্রছাত্রী প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানা গেছে। স্বাস্থ্য অধিদফতর সূত্রে জানা গেছে, বর্তমানে সরকারি পর্যায়ে একটি ডেন্টাল কলেজ ও আটটি ইউনিটসহ মোট নয়টিতে ৫৩২টি ও বেসরকারি ২৬ ডেন্টাল কলেজ ও ইউনিটে মোট এক হাজার ৩৬০টি আসন রয়েছে। দুই বছর আগ পর্যন্ত সরকারি ও বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তি পরীক্ষা অভিন্ন প্রশ্নপত্রে হলেও গত বছর থেকে পৃথক পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

চলতি বছর মোট ২২ হাজার ৫০০ আবেদন জমা পড়েছে। ১ ঘণ্টার এ ভর্তি পরীক্ষায় জীববিদ্যায় ৩০, রসায়নবিদ্যায় ২৫, পদার্থবিদ্যায় ২০, ইংরেজি ১৫, বাংলাদেশের ইতিহাস ও সংস্কৃতি ৬ এবং আন্তর্জাতিক বিষয়ে ৪ নম্বর থাকবে। ৫ থেকে ৮ নভেম্বর পর্যন্ত প্রবেশপত্র দেয়া হবে।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :অক্টোবর ৩০, ২০১৭ ১০:৫৩ পূর্বাহ্ণ