১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:০৮

ফ্যাশন শো চলাকালীন মডেলের মৃত্যু

বিনোদন ডেস্ক :

মৃত্যু অবধারিত। এই সত্যকে অস্বীকার করার ক্ষমতা শুধু মানুষ কেন, পৃথিবীর কোনো প্রাণীরই নেই। এমনকি কার কোথায় মৃত্যূ আছে সেটাও কেউ বলতে পারে না। তাইতো রাশিয়া থেকে চীনে উড়ে গিয়ে মারা গেলেন এক রাশিয়ান মডেল। র‌্যাম্পে হাটার সময় মঞ্চে পড়ে গিয়ে মারা যান ভ্লাদা জুয়ুরা নামের ওই মডেল। শুক্রবার এ ঘটনা ঘটে। ভারতীয় মিডিয়ার খবর থেকে জানা যায়, এশিয়ান ফ্যাশন শোতে চীনের একটি মডেলিং সংস্থার হয়ে কাজ করতে এসেছিলেন ১৪ বছর বয়সী জুয়ুরা। র‌্যাম্পে হাটার সময় তিনি মঞ্চে পড়ে যান। আর উঠে দাড়াতে পারেননি জুয়ুরা। হাসপাতালে নেয়ার পরে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

খবরে আরও বলা হয়,  শুক্রবার টানা ১৩ ঘণ্টা ধরে অনুশীলন চলে। দীর্ঘ সময়ের এ চাপ নিতে পারেননি জুয়ুরা। প্রচণ্ড ক্লান্ত হয়ে পড়েন তিনি। অতিরিক্ত পরিশ্রমের কারণেই র‌্যাম্পে হাঁটার সময় তিনি মঞ্চে পড়ে যান। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা জানান, কোমায় চলে গেছেন ভ্রাদা। তার জ্ঞান আর ফেরেনি। পরে হাসপাতালেই তার মৃত্যু হয়।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :অক্টোবর ২৯, ২০১৭ ১১:৩৯ পূর্বাহ্ণ