আন্তর্জাতিক ডেস্ক:
সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে জোড়া বোমা বিস্ফোরণে অন্তত ২৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ৩০ জন। ভারতীয় সংবাদমাধ্যম দি ইন্ডিয়ান এক্সপ্রেস এক প্রতিবেদনে জানায়, শনিবার শহরের প্রসিদ্ধ নাসা হাবলোড হোটেলের বাইরে এই হামলার ঘটনা ঘটে। প্রতিবেদনে বলা হয়, ট্রাকে বহন করা বোমা নিয়ে হোটেলের সামনে বিস্ফোরণ ঘটায় এক আত্মঘাতি। এরপর বন্দুকধারীরা হোটেলে প্রবেশ করে এলোপাথারি গুলি ছোড়ে।
এসময় নিরাপত্তা বাহিনী প্রতিরোধ গড়ে তুললে সংঘর্ষ মারাত্মক আকার নেয়। পুলিশ জানায়, হোটেলে ভেতর প্রবেশের সময় আরও দুটি বিস্ফোরণ ঘটনায় জঙ্গিরা। এর মধ্যে একটি ছিল আত্মঘাতি।
নিরাপত্তা অভিযান পরিচালনাকারী ক্যাপ্টেন মোহাম্মদ হোসেন সংবাদমাধ্যমকে জানান, এসময় হোটেলে থাকা দেশটির এক মন্ত্রীসহ অন্তত ৩০ জনকে নিরাপদে উদ্ধার করা হয়। হোটেলটিতে আইনপ্রণেতা, নিরাপত্তা বাহিনী সদস্যসহ বেসরকারি লোকজনের যাতায়াত ছিলো। নিহতদের মধ্যে নিরাপত্তা বাহিনীর সদস্যও ছিলেন বলেও জানান তিনি।
নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষের সময় হামলাকারীদের অন্তত ৫ নিহত হয়েছে বলেও জানান ক্যাপ্টেন হোসেন। জঙ্গি সংগঠন আল-শাবাব এই হামলার দায় শিকার করেছে। দুই সপ্তাহ আগেও মোগাদিসুর ব্যস্ত সড়কে জঙ্গিদের হামলায় ৩৫০ জনেরও বেশি মানুষ নিহত হন।
দৈনিক দেশজনতা /এমএইচ