২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:১৮

অ্যান্টিভাইরাস নির্মাতা ইসেট নিয়ে এল ডাবল লকার

বিজ্ঞান প্রযুক্তি ডেস্ক :

অ্যান্টিভাইরাস নির্মাতা ইসেটের একদল নিরাপত্তা গবেষক ‘ডাবল লকার’ নামে এমন একটি ম্যালওয়্যারের সন্ধান পেয়েছেন যা ডাউনলোড করলেই অ্যান্ড্রয়েড স্মার্টফোনের সব তথ্য এনক্রিপ্ট করার পাশাপাশি পিন কোডও পরিবর্তন করতে পারেন হ্যাকাররা।

ফলে চাইলেও কোনো তথ্য ব্যবহার করতে পারেন না ফোনের মালিক। আর এ সুযোগ কাজে লাগিয়ে ফোনের তথ্য সচল রাখতে অর্থ দাবি করে সাইবার অপরাধীরা। এ অবস্থায় দাবিকৃত অর্থ পরিশোধ করা হলেই কেবল ডিভাইসের নিয়ন্ত্রণ ফিরে পাওয়া যায়। নিরাপত্তা গবেষকদের মতে, অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে আঘাত হানা বিভিন্ন ম্যালওয়্যারের মধ্যে একমাত্র ‘ডাবল লকার’ একই সঙ্গে তথ্য এনক্রিপ্ট করার পাশাপাশি ডিভাইস লক করতে পারে। ফলে দূর থেকেই ব্যবহারকারীদের ডিভাইস চালু বা বন্ধ করতে পারে সাইবার অপরাধীরা। সূত্র : ম্যাশেবল

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :অক্টোবর ১৫, ২০১৭ ৬:৪৪ অপরাহ্ণ