১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:১৮

সৌদিতে আসবাবপত্র কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ১০

আন্তর্জাতিক ডেস্ক:

সৌদি আরবের রাজধানী রিয়াদে আসবাবপত্র তৈরির একটি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার রাতের অগ্নিকাণ্ডে অন্তত ১০ জন নিহত এবং তিনজন আহত হয়েছে বলে জানিয়েছে দেশটির বেসামরিক প্রতিরক্ষা বিভাগ। আসবাব তৈরির ওই কারখানায় অগ্নিকাণ্ডের পর তা নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়েছে বলে সৌদি বেসামরিক প্রতিরক্ষা বিভাগের অফিসিয়াল টুইটার পেজে উল্লেখ করা হয়েছে। তবে নিহতদের পরিচয় এখনও জানা যায়নি। খুজে পাওয়া যায়নি অগ্নিকাণ্ডের কারণও। কর্তৃপক্ষ এ ব্যাপারে জানার চেষ্টা করছে।

অগ্নিকাণ্ডের পর তোলা বেশ কয়েকটি ছবি বেসামরিক প্রতিরক্ষা বিভাগ তাদের টুইটার পেজে পোস্ট করেছে। খোদাই করা কাঠ পুড়তে দেখা গেছে ওইসব ছবিতে। আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসতে অগ্নিনির্বাপন বাহিনীর কর্মীদের তৎপরতা দেখা গেছে।

সূত্র : আরব নিউজ

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :অক্টোবর ১৫, ২০১৭ ৬:৩৯ অপরাহ্ণ