১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:২৪

২৭৯ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে দক্ষিণ আফ্রিকা

ক্রীড়া প্রতিবেদক :

কিম্বার্লিতে প্রথম ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আগে ব্যাট করতে নেমে মুশফিকের সেঞ্চুরিতে ২৭৮ রান করেছে বাংলাদেশ। বাংলাদেশের দেওয়া ২৭৮ রানের জবাবে ব্যাটিংয়ে নেমেছে দক্ষিণ আফ্রিকা । ওপেনিংয়ে ডি কক ও আমলা ব্যাটিং করছেন ।

স্কোর: দক্ষিণ আফ্রিকা ১১/০ । (১.৪ ওভার)

প্রথম ওয়ানডেতেই অন্য এক বাংলাদেশকে দেখলো দক্ষিণ আফ্রিকা। তামিম নেই তাতেই যেন জ্বলে উঠলো বাংলাদেশের ব্যাটসম্যানরা, জ্বলে উঠলো মুশফিক । বাংলাদেশ সময় বেলা ২টায় ম্যাচটি শুরু হয়েছে।

স্কোর: বাংলাদেশ ২৭৮/৭ ।

মুশফিকুর রহিম (১১০*), সাইফউদ্দিন(১৬), নাসির হোসেন (১১), সাব্বির রহমান (১৯), মাহমুদউল্লাহ (২৬), সাকিব (২৯), লিটন দাস (২১), ইমরুল কায়েস (৩১)।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কিম্বার্লির ডায়মন্ড ওভালে সেঞ্চুরির দেখা পেলেন মুশফিক। ওয়ানডেতে এটি তার পঞ্চম সেঞ্চুরি। ১০৮ বল খেলে ১০ চার ও ২ ছক্কায় শতরান পূরণ করেন টাইগার এ টেস্ট অধিনায়ক। রাবাদার বলে ডাবলস নিয়ে সেঞ্চরির উদযাপনে মাতলেন মুশফিক। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশি কোনো ব্যাটসম্যানের এটা প্রথম সেঞ্চুরি।

 

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :অক্টোবর ১৫, ২০১৭ ৬:৩৮ অপরাহ্ণ