বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক :
পৃথিবীর বাইরে বুদ্ধিমান প্রাণী রয়েছে কিনা সে বিতর্ক বহুদিনের। বিজ্ঞান এবং শক্তিমান দেশগুলো বিষয়টিকে এখনও মেনে নিতে না পারলেও তাদের গবেষণা থেকে স্পষ্ট যে, সম্ভাবনা তারাও অস্বীকার করছে না। তবে এরই মাঝে প্রায়ই ভিনগ্রহীরা নিজেদের অস্তিত্বের জানান দিয়ে চলেছে। সম্প্রতি সিসি ক্যামেরায় ধারণকৃত তেমনই একটি ভিডিও প্রমাণ করেছে আমরা একা নই!
মার্কিন যুক্তরাষ্ট্রের ইয়েলো স্টোন ন্যাশনাল পার্কের সিসিটিভি ফুটেজে রহস্যময় ছবিটি ধরা পড়ে। সেখানে আগ্নেয়গিরির উপরে মাঝে মধ্যেই কিছু উড়তে দেখা যাচ্ছিল। মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজের বরাত দিয়ে বুধবার ব্রিটিশ দৈনিক দি মিরর প্রতিবেদনটি প্রকাশও করে। আর ওই ফুটেজ ইউটিউবে প্রকাশ পেতেই তা ভাইরালে পরিণত হয়। ইউএফও বিশ্বাসীদের দাবি, পৃথিবীতে যে ভিনগ্রহের বুদ্ধিমান প্রাণীদের যাতায়াত রয়েছে সাম্প্রতিক ভিডিও’টি তেমনই এক জ্বলন্ত প্রমাণ।
কর্তৃপক্ষের তরফে অবশ্য এখনও কোনো মন্তব্য আসেনি। ৩.৫০০ স্কয়ার মাইল জুড়ে বিস্তৃত ইয়োলো স্টোন ন্যাশনাল পার্ক। সেখানেই উজ্জ্বল আলোর গোলক রহস্য ঘনীভূত হওয়ায় বিশ্বের বিভিন্ন মহলে আলোচনারও জন্ম দিয়েছে।
দৈনিক দেশজনতা/এন এইচ