১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ভোর ৫:৫৮

ঢাকার মঞ্চে শাবানা-জাভেদ দম্পতি

বিনোদন ডেস্ক:

ঢাকার মঞ্চে অভিনয় করবেন বলিউডের তারকা দম্পতি শাবানা আজমি ও জাভেদ আখতার। নাটকের পাশাপাশি এ আয়োজনে গজল পরিবেশন করবেন জসিন্দর সিং। আয়োজক প্রতিষ্ঠান ব্লুজ কমিউনিকেশনস সূত্রে এই তথ্য জানা গেছে। ‘কাইফি আওর ম্যায়’ শিরোনামের নাটকটি মঞ্চস্থ হবে ২৫ অক্টোবর সন্ধ্যা ৭টায় রাজধানীর খামারবাড়িস্থ কৃষিবিদ কমপ্লেক্স অডিটোরিয়ামে।

শাবানা আজমির বাবা কবি কাইফি আজমিকে নিয়ে শওকত কাইফির বই ‘ইয়াদ কি রেহগুজার’ থেকে নাটকটি রচনা করেছেন জাভেদ আখতার। মঞ্চে জাভেদ আখতার ও শাবানা আজমির কথোপকথনের মধ্য দিয়ে এগিয়ে চলে গল্প।

আয়োজনটি দেখতে দর্শকদের কিনতে উচ্চমূল্যের টিকেট। দুই ও পাঁচ হাজার টাকা মূল্যের টিকেট শুক্রবার থেকে অনলাইনে কেনা যাবে। ব্লুজ কমিউনিকেশন্সের হটলাইন- ০১৭৭৭ ১০০৭০০  নাম্বারে ফোন করে জানা যাবে বিস্তারিত।

 

প্রকাশ :অক্টোবর ১২, ২০১৭ ৪:৪০ অপরাহ্ণ