১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:১২

পিকেএসএফ এ নিয়োগ

নিজস্ব প্রতিবেদক:

পিকেএসএফ ও অনুকুল ফাউন্ডেশন এর অর্থায়নে পরিচালিত এমআরএ’র সনদ প্রাপ্ত বেসরকারি উন্নয়ন সংস্থা ‘অপকা’ (অর্গানাইজেশন ফর দ্যা পুওর কমিউনিটি এ্যাডভান্সমেন্ট) এর ক্ষুদ্র ঋণ কর্মসূচীতে প্রোগ্রাম অর্গানাইজার পদে আকর্ষনীয় বেতন ও ভাতায় স্থায়ী লোক নিয়োগ করা হবে।

যোগ্যতা:

-স্বীকৃত কৃষি প্রতিষ্ঠান হতে ডিপ্লোমা

-অভিজ্ঞতা প্রযোজ্য নহে

-বয়স ২৫ বছর অথবা এর নীচে

-কম্পিউটারে দক্ষতা অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত

কর্মস্হল: বাংলাদেশের যেকোনো স্থানে

বেতন সীমা: শিক্ষানবীশ- ১৫,০০০। বিশেষ অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের বেলায় বেতন বৃদ্ধি করা যাবে।সংস্থায় দুপুরের খাবারের ভর্তূকি, বছরে ৪টি বোনাস, ছুটি জনিত ভাতা, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুয়েটি, কর্মী কল্যান তহবিল এর সুবিধা আছে।

আবেদনের শেষ তারিখ: অক্টোবর ১৮, ২০১৭

আবেদনের নিয়মাবলী: উক্ত পদের জন্য ১০০ টাকার পোস্টাল অর্ডার আবেদন পত্রের সাথে সংযুক্ত করতে হবে। আগ্রহী প্রার্থীদেরকে আবেদন পত্রের সাথে দুই কপি ছবি, জাতীয় পরিচয় পত্র, চেয়ারম্যান/ কমিশনার সার্টিফিকেট, মোবাইল নম্বর, পূর্ন জীবনবৃত্তান্ত , প্রয়োজনীয় কাগজপত্র, দুইজন জামীনদারের পূর্ন ঠিকানা উল্লেখিত ঠিকানায় সরাসরি, ডাক/কুরিয়ার যোগে প্রেরনের জন্য অনুরোধ করা হল।

নির্বাহী পরিচালক

অপকা (অর্গানাইজেশন ফর দ্যা পুওর কমিউনিটি এ্যাডভান্সমেন্ট),

শাফিন ভিলা, ৩৫/৩৬ ডি, রোড় নং -০৩, আমিরবাগ আবাসিক এলাকা, মেহেদীবাগ, চট্টগ্রাম।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :অক্টোবর ১১, ২০১৭ ১১:৫৮ পূর্বাহ্ণ