১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:১৪

ঢাকায় ভোটার নিবন্ধন শুরু ১৪ অক্টোবর

নিজস্ব প্রতিবেদক:

চলতি মাসের ১৪ তারিখ থেকে ঢাকা মহানগরীর ১৫টি থানার ভোটারদের নিবন্ধন কার্যক্রম শুরু হবে। নিবন্ধনের এ কার্যক্রম চলবে ৫ নভেম্বর পর্যন্ত। নির্বাচন কমিশনের (ইসি) এসএম আসাদুজ্জামান এ তথ্য জানান। আসাদুজ্জামান বলেন, চলতি বছরের ২৫ জুলাই থেকে ৯ আগস্ট পর্যন্ত বাড়িতে বাড়িতে গিয়ে ভোটার যোগ্য নাগরিকদের তথ্য সংগ্রহ করার পর এখন নিবন্ধনের কাজ চলছে। এরই ধারাবাহিকতায় ঢাকায় ১৪ অক্টোবর থেকে ৫ নভেম্বর পর্যন্ত যেসব নাগরিকদের তথ্য সংগ্রহ করার হয়েছে। তাদের নিবন্ধনের কাজ চলবে। এছাড়া তথ্য সংগ্রহের সময় কোনো কারণে ভোটার যোগ্য কেউ বাদ পড়লে তিনিও তথ্য দিয়ে নিবন্ধন করতে পারবেন।

ইসি কর্মকর্তারা জানান এসময় ভোটারের ঠিকানা স্থানান্তরের কাজও চলবে। যারা আবাসস্থল স্থানান্তর করেছেন তাদেরকে নতুন ঠিকানায় ভোটার স্থানান্তরের জন্য ফরম ১২ পূরণ করে যে ঠিকানায় স্থানান্তর হতে চান সে এলাকার সংশ্লিষ্ট থানা/উপজেলা নির্বাচন অফিসে প্রয়োজনীয় দলিলাদিসহ (কমিশনারের প্রত্যয়নপত্র/বাড়িভাড়ার রশিদ ইত্যাদি) জমা দিতে হবে। ইসি কর্মকর্তারা জানান, চলতি বছরের ২৫ জুলাই থেকে ৯ আগস্ট পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের তথ্য সংগ্রহ করা হয়। তথ্য সংগ্রহ শেষে সংগৃহীত তথ্যাদি ২০ আগস্ট থেকে নিবন্ধন কেন্দ্রে কম্পিউটার ডাটা এন্ট্রি কাজ ৩ ধাপে শুরু হয়। প্রথম ধাপে ১৮৩টি উপজেলায় ২২ দিনে, দ্বিতীয় ধাপে ২১৬টি উপজেলায় ২৮ দিনে, তৃতীয় ধাপে ১১৮টি উপজেলায় ২১ দিনে, মোট ৫১৭টি উপজেলায় তথ্য সংগ্রহের কাজ সম্পন্ন করা হবে। এটি শেষ হবে ৫ নভেম্বর। ২৫ নভেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত উপজেলা থানা নির্বাচন অফিসারের কার্যালয়ে ভোটার এলাকা স্থানান্তরের আবেদন গ্রহণ, মৃত ভোটারের নাম কর্তন করা যাবে। এরপর ২০১৮ সালের ২ জানুয়ারি খসড়া ভোটার তালিকা প্রকাশ এবং ৩১ জানুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে কমিশন।

ইসির তথ্যমতে, বর্তমানে দেশে ১০ কোটি ১৮ লাখের মতো ভোটার রয়েছে।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :অক্টোবর ১১, ২০১৭ ১২:০৮ অপরাহ্ণ