১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ভোর ৫:৫৮

শাহজালালে আড়াই কোটি টাকার স্বর্ণের বার উদ্ধার

নিজস্ব প্রতিবেদক:

শাহজালাল বিমানবন্দর থেকে সাড়ে চার কেজি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। বুধবার ইউ এস বাংলা এয়ারলাইন্সের (ফ্লাইট নং বিএস৩২২) ১১ এ ও ১১ বি সিটের ভেতর থেকে ওই স্বর্ণ উদ্ধার করা হয়। ঢাকা কাস্টম হাউসের প্রিভেনটিভ টিম স্বর্ণের বারগুলোকে উদ্ধার করে। উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক বাজার মূল্য দুই কোটি ৩২ লাখ টাকা।
ইউ এস বাংলা এয়ারলাইন্সের নিরাপত্তা টিমের দেয়া তথ্য অনুযায়ী, বুধবার সকাল ৭টায় মাস্কাট থেকে আসা ওই ফ্লাইট রামেজিং করা হয়। রামেজিং এর অংশ হিসেবে বিমানের বিভিন্নস্থান তল্লাশির এক পর্যায়ে সিটের ভেতর এগুলোকে উদ্ধার করা হয়। ঢাকা কাস্টম হাউসের সহকারী কমিশনার সাইদুল ইসলাম জানিয়েছেন এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :অক্টোবর ১১, ২০১৭ ১২:১১ অপরাহ্ণ