১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:৩৭

অপু বিশ্বাসের জন্মদিন

বিনোদন ডেস্ক:

আলোচিত নায়িকা অপু বিশ্বাসের জন্মদিন আজ। তিনি ১৯৮৪ সালের এ দিনে বগুড়ায় জন্মগ্রহণ করেন। বিশেষ দিনটি নিয়ে নায়িকার কোনো পরিকল্পনা নেই। পরিবার ও কাছের মানুষদের সঙ্গে সময় কাটাবেন বলে জানা গেছে।

অপু বলেন, ‘বিশেষ কোনো পরিকল্পনা নেই জন্মদিন নিয়ে। তবে দিনের কোনো একটি সময় আমি আমার আদরের সন্তান জয়কে নিয়ে কোথাও যাবো। মা ও ছেলে একসঙ্গে কোথাও সময় কাটাবো, খাওয়া-দাওয়া করবো।’ আরো বলেন, ‘আমি সবসময়ই মনে করি জন্মদিনে আমার ভক্ত-দর্শকের শুভেচ্ছা, ভালোবাসাই আমার জন্য অনেক বড় উপহার। সবাই আমার জন্য দোয়া করবেন যেন ভালো থাকি, সুস্থ থাকি।’ ছোটবেলায় অপু বগুড়ার নৃত্যগুরু আবদুস সামাদের কাছে নাচের তালিম নেন। ওই সময়ে তিনি ‘লাইলী মজনু’ নৃত্যনাট্যে অভিনয় করেছেন। প্রাতিষ্ঠানিক নাচের হাতেখড়ি হয় বুলবুল ললিতকলা একাডেমিতে। তারপর শিল্পকলা একাডেমি ও সবশেষে নৃত্যাঞ্চল।

অপু বিশ্বাস ২০০৫ সালে অবন্তি নামে আমজাদ হোসেন পরিচালিত ‘কাল সকালে’ ছবিতে শাবনূরের বান্ধবীর ভূমিকায় অভিনয় করেন। পরের বছর এফআই মানিক পরিচালিত ‘কোটি টাকার কাবিন’ ছবিতে প্রধান অভিনেত্রী হয়ে শাকিব খানের বিপরীতে অভিনয় করেন। ছবিটি ব্যবসাসফল হয় এবং অপু বিশ্বাস রাতারাতি তারকায় রূপান্তরিত হন। এ জুটিকে পরবর্তীতে ৮০টির মতো ছবিতে দেখা যায়। এছাড়া ফেরদৌস, মান্না, ইমন, শাহরিয়ার নাজিম জয়ের সঙ্গে অভিনয় করেছেন অপু।  এ নায়িকার উল্লেখযোগ্য ছবির মধ্যে রয়েছে পিতার আসন, চাচ্চু,  দাদীমা, মেশিনম্যান, আমাদের ছোট সাহেব, ভালোবাসার লাল গোলাপ, মনে বড় কষ্ট, মায়ের হাতে বেহেশতের চাবি, ভালোবাসলেই ঘর বাঁধা যায় না, নিঃশ্বাস আমার তুমি, কোটি টাকার প্রেম, দেবদাস, এক টাকার দেনমোহর, মাই নেম ইজ খান, হিরো দ্য সুপারস্টার, সম্রাট ও রাজনীতি।

অপু বিশ্বাস ২০০৮ সালে ১৮ এপ্রিল শাকিব খানকে গোপনে বিয়ে করেন। চলতি বছরের এপ্রিল একটি টেলিভিশনে সরাসরি সাক্ষাৎকারে বিয়ের কথা প্রকাশ করেন। জানান, ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর কলকাতায় তাদের পুত্র সন্তান আব্রাম খান জয়ের জন্ম হয়।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :অক্টোবর ১১, ২০১৭ ১১:৩৪ পূর্বাহ্ণ