১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:২৭

কয়েক হাজার ইমামকে চাকরিচ্যুত করলো সৌদি সরকার

আন্তর্জাতিক ডেস্ক:

সৌদি আরবের বিভিন্ন মসজিদ থেকে কয়েক হাজার ইমামকে চাকরিচ্যুত করেছে দেশটির সরকার। ‘চরমপন্থা’ ছড়ানোর অভিযোগে তাদের চাকরিচ্যুত করা হয়েছে বলে মস্কোতে রাশিয়ার সাংবাদিকদের কাছে সৌদির পররাষ্ট্রমন্ত্রী আদেল আল জুবায়ের জানিয়েছেন।
এ ব্যাপারে সৌদি পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা কোনো ঘৃণার আদর্শ ছড়ানোর সুযোগ দিতে পারি না এবং সন্ত্রাসবাদে অর্থায়নের সুযোগ দিতে পারি না।’ তিনি আরও বলেন, ‘এই সমস্যায় আমাদের নীতি খুব কঠোর। বিভিন্ন ধর্মীয় বই-পুস্তকের ভুল ব্যাখ্যা রোধ করার জন্য আমাদের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন করছি।’ এছাড়া সৌদি পররাষ্ট্রমন্ত্রী রাশিয়ার সংবাদ মাধ্যমের বরাতে আরব নিউজ জানায়, সন্ত্রাসবাদে অর্থায়ন এবং অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের জন্য কাতারকে অভিযুক্ত করেন।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :অক্টোবর ১১, ২০১৭ ১১:৩৮ পূর্বাহ্ণ