১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:১৬

সিরাজগঞ্জে ব্যবসায়ীকে জবাই করে হত্যা

সিরাজগঞ্জ প্রতিনিধি:

সিরাজগঞ্জের কামারখন্দে এক ব্যবসায়ীকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত ব্যক্তির নাম জিন্নাহ ম-ল(৪২)। তিনি ফ্লেক্সিলোড ব্যবসা করতেন বলে জানা গেছে। জিন্নাহ জেলার নান্দিনামধু গ্রামের মৃত হাবিবুর রহমান ম-লের ছেলে। পুলিশ মঙ্গলবার রাতে তার লাশ উদ্ধার করে বুধবার সকালে ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে কামারখন্দ থানায় বুধবার সকালে একটি হত্যা মামলা দায়ের হয়। মামলা হলেও পুলিশ এখনও এ ঘটনায় কাউকেও গ্রেফতার করতে পারেনি।
কামারখন্দ থানার পরিদর্শক (তদন্ত) এস কে খোদা নেওয়াজ জানান, ফ্লেক্সিলোড ব্যবসায়ী মঙ্গলবার রাত ১০টার দিকে দোকান বন্ধ করে টাকা নিয়ে বাজার থেকে বাড়ি ফিরছিলেন। বাড়ির অদূরে দুর্বৃত্তরা তাকে ধরে টাকা-পয়সা লুট করে নিয়ে তাকে জবাই করে হত্যা করে। লাশ একটি ক্ষেতের মধ্যে রেখে তারা পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ রাতেই ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। নিহতের স্ত্রী মোছাম্মদ খাদিজা বেগম তার স্বামী হত্যা বিষয়ে একটি হত্যা মামলা করেছেন।

দৈনিকদেশজনতা/ আই সি 

প্রকাশ :অক্টোবর ১১, ২০১৭ ১১:৪০ পূর্বাহ্ণ