১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:৩১

গণ উন্নয়ন কেন্দ্রে নিয়োগ

নিজস্ব প্রতিবেদক:

বেসরকারি উন্নয়ন সংস্থা গণ উন্নয়ন কেন্দ্র (GUK) কর্তৃক বাস্তবায়নাধীন লাইভলিহুড মাইক্রোফাইন্যান্স কর্মসূচি’র ফাইন্যান্স ম্যানেজার পদে কর্মী নিয়োগের জন্য বাংলাদেশী নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহবান করা যাচ্ছে।

যোগ্যতা:

-এম.কম

-ক্ষুদ্রঋণ কর্মসূচিতে PKSF- এর সহযোগী সংস্থার প্রধান কার্যালয়ে অথবা জোন পর্যায়ে কমপক্ষে ২৫টি শাখার হিসাব ব্যবস্থাপনায় ৩ (তিন) বছরের বাস্তব অভিজ্ঞতা

-বয়স ৪৫ বছর অথবা এর নীচে

-বৈধ মোটরসাইকেল ড্রাইভিং লাইসেন্সসহ কম্পিউটার বিষয়ে MS-Word এবং MS-Excel সম্পর্কে জ্ঞানসম্পন্ন

-মোটরসাইকেল চালিয়ে কাজ করতে হবে।

-নারী প্রার্থীদের অগ্রাধিকার

কর্মস্হল: কুড়িগ্রাম, কুষ্টিয়া, গাইবান্ধা, জয়পুরহাট, দিনাজপুর, নীলফামারী, পঞ্চগড়, বগুড়া, রংপুর, লালমনিরহাট

বেতন সীমা: ৩০,০০০ – ৩৫,০০০টাকা। শিক্ষানবীশ কাল (৬ মাস) শেষে মূল্যায়নের ভিত্তিতে সংস্থার নির্ধারিত বেতন কাঠামো অনুযায়ী সকল সুবিধা (বাৎসরিক ইনক্রিমেন্ট, বাৎসরিক ২টি উৎসব ভাতা, কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড, গ্রাচ্যুইটি এবং ফ্রি আবাসন/আবাসন ভাতা) প্রদান করা হবে।মোটরসাইকেলের জ্বালানি খরচ ও মোবাইল বিল প্রদান করা হবে।

আবেদনের শেষ তারিখ: অক্টোবর ২২, ২০১৭ 

আবেদনের নিয়মাবলী: আগ্রহী প্রার্থীগণকে আগামী অক্টোবর ২২, ২০১৭ তারিখ বিকাল ৫ টার মধ্যেে উল্লেখিত স্বাক্ষরকারী বরাবর স্বহস্তে লিখিত আবেদনপত্রের সঙ্গে পূর্ণ জীবন বৃত্তান্ত, সদ্যতোলা ২ কপি পাসপোর্ট সাইজ ছবি ও প্রয়োজনীয় কাগজপত্রাদিসহ (সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি) গণ উন্নয়ন কেন্দ্র (GUK)- এর প্রধান কার্যালয়; নশরৎপুর, গাইবান্ধা-৫৭০০ অথবা সংস্থার ঢাকা কার্যালয়; বাড়ী নং-৯, সড়ক নং- ১/বি, বনানী, ঢাকা-১২১৩। এই ঠিকানায় সরাসরি/ ডাক/ কুরিয়ার যোগে প্রেরণের জন্য আহবান করা যাচ্ছে। খামের উপরে অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে।

দরখাস্তের সাথে সকল পদের জন্য ’গণ উন্নয়ন কেন্দ্র (GUK) এর অনুকূলে ৩০০ টাকার পোস্টাল অর্ডার অথবা হিসাব নং- Gana Unnayan Kendra (HRDM)-SND-41-182, উত্তরা ব্যাংক লিমিটেড, গাইবান্ধা শাখা বরাবর ৩০০ টাকার পেঅর্ডার অথবা ’গণ উন্নয়ন কেন্দ্র (GUK), সোনালী ব্যাংক, গাইবান্ধা শাখা’- এর অনুকূলে ৩০০ টাকার ব্যাংক ড্রাফট (অফেরতযোগ্য) প্রদান করতে হবে।

প্রাথীদের ২০,০০০ টাকা জামানত (ফেরতযোগ্য) হিসেবে নিয়োগের সময় জমা করতে হবে।

শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদেরকে মোবাইল/ এসএমএস/ ইমেইলের মাধ্যমে পরীক্ষার জন্য ডাকা হবে।

পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।

নিয়োগ সংক্রান্ত যে কোন বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা সংস্থা সংরক্ষণ করে।

 

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :অক্টোবর ১০, ২০১৭ ১২:৩৭ অপরাহ্ণ