১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১২:৫৯

প্রথম বারের মতো বিশ্বকাপে আইসল্যান্ড

স্পোর্টস ডেস্ক:

প্রথম বারের মতো বিশ্বকাপ ফুটবলে জায়গা করে নিল আইসল্যান্ড। সোমবার কোসোভোকে ২-০ গোলে হারিয়ে রাশিয়া বিশ্বকাপের টিকেট কেটেছে তারা। ২০১৬ ইউরোতে ইংল্যান্ডের বিদায় ঘন্টা বাজিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে চকম দিয়েছিল আইসল্যান্ড। একই দিন জর্জিয়াকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপের টিকিট পেয়েছে সার্বিয়া। নিজেদের ঘরে বিশ্বকাপের টিকিট পাওয়ার দারুণ সম্ভাবনা নিয়েই মাঠে নেমেছিল আইসল্যান্ড। জয় পেলেই নিশ্চিত হয়ে যেত তাদের ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে খেলা। হলোও তাই। আইসল্যান্ড পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্রতম দেশ হিসেবে নাম লেখালো বিশ্বকাপে। যাদের জনসংখ্যা ৩ লক্ষ ৩৫ হাজার। এর আগে ক্ষুদ্রতম দেশ হিসেবে বিশ্বকাপে খেলার রেকর্ডটি ছিল ত্রিনেদাদ অ্যান্ড টোবাকোর। আইসল্যান্ডের এমন ইতিহাস গড়ার দিনে গোল দুটি করেছেন গিলফি সিগার্ডসন ও জোহান গুডমান্ডসন।

এদিকে অন্য ম্যাচগুলোর মধ্যে ইউক্রেনকে ২-০ গোলে হারিয়ে গ্রুপ রানার্সআপ হিসেবে প্লে-অফ নিশ্চিত করেছে ক্রোয়েশিয়া। ওয়েলসকে ১-০ গোলে হারিয়ে গ্রুপ রানার্সআপ হয়েছে রিপাবলিক অব আয়ারল্যান্ড। তাদেরও প্লে অফ নিশ্চিত। গ্যারাথ বেলের ওয়েলসের আর বিশ্বকাপে যাওয়া হচ্ছে না। আগেই বিশ্বকাপ নিশ্চিত হওয়া স্পেন ১-০ গোলে হারিয়েছে ইসরায়েলকে এবং ইতালি ১-০ গোলে হারিয়েছে আলবেনিয়াকে।

বিশ্বকাপ কোয়ালিফাইংয়ে ইউরোপ অঞ্চল থেকে নয় গ্রুপ সেরা দল খেলবে সরাসরি বিশ্বকাপে। সেরা আট রানার্সআপদের নিয়ে প্লেফ শেষে চারটি দল বিশ্বকাপের টিকিট পাবে।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :অক্টোবর ১০, ২০১৭ ১২:৩৩ অপরাহ্ণ