বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক :
এখন হাতে হাতে স্মার্টফোন। বিভিন্ন কোম্পানির নানান মডেল। এর মধ্যে কোনোটা বাজারে চলছে দেদারছে। কোনোটার চাহিদা কম। গ্রাহকদের চাহিদা মাথায় রেখে কোম্পানিগুলোও আনছে নতুন নতুন ফিচার। এখন আপনাদের নিশ্চয় জানতে ইচ্ছে করছে, বিশ্বের সবচেয়ে বেশি জনপ্রিয় স্মার্টফোন কোনগুলো? কোন ব্র্যান্ডেরটা অধিকাংশ বাজার দখল করেছে। গবেষণা ফার্ম স্মার্টফোন মডেল ট্র্যাকার (এসএমটি) বাজার বিশ্লেষণ করে সারাবিশ্বে বিক্রি হওয়া শীর্ষ স্মার্টফোনের তালিকা তৈরি করেছে।
২০১৭ সালের প্রথম তিন মাস সারাবিশ্বে যে ৫টি স্মার্টফোন সর্বাধিক বিক্রি হয়েছে তা তুলে ধরা হলো;
১. অ্যাপল আইফোন ৭:
এই বছরের শুরুর দিকে বিশ্বব্যাপী স্মার্টফোনের বাজার দখলের শীর্ষতালিকায় রয়েছে আইফোন ৭। বছরের প্রথম তিন মাসেই প্রায় সাড়ে ২১ মিলিয়ন ইউনিট অ্যাপলের আইফোন ৭ বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে, যা বিশ্ববাজারে ৬ শতাংশ স্থান দখল করে নিয়েছে।
২. অ্যাপল আইফোন ৭ প্লাস:
দ্বিতীয় সর্বোচ্চ বিক্রি হওয়া স্মার্টফোন অ্যাপলের আরেক মডেল আইফোন ৭ প্লাস। এটি আইফোন ৭ এরই বিকল্প বড় স্ক্রিন। অ্যাপলের তথ্য অনুযায়ী, আইফোন ৭ প্লাস ১৭.৪ মিলিয়ন ইউনিট রপ্তানি হয়েছে। এ বছরের প্রথম এক চতুর্থাংশ সময়ই বিশ্বের ৫ শতাংশ বাজার দখল করে নিয়েছে।
৩. অপ্পো আর৯এস:
এ বছর সর্বাধিক বিক্রি হওয়া স্মার্টফোনের তৃতীয় তালিকায় রয়েছে অপ্পোর এই মডেলটি। যদিও ভারতে এই মোবাইলটি তৈরি তবে ২০১৬ সালের অক্টোবরে চীনেও এটি যাত্রা করে। স্মার্টফোনের ৮ দশমিক ৯ মিলিয়ন ইউনিট অপ্পো বিশ্ববাজারে রপ্তানি করে। এটি বিশ্ববাজারের আড়াই শতাংশ স্থান দখল করে।
৪. স্যামসাং গ্যালাক্সি জে৩ (২০১৬):
অপ্পো আর৯এস’র পর সবচেয়ে বেশি জনপ্রিয় স্মার্টফোন হচ্ছে স্যামসাং গ্যালাক্সি জে৩। ৬.১ মিলিয়ন ইউনিট বাজারে প্রবেশ করে এবং বিশ্ববাজারের ১.৭ শতাংশ স্থান দখল করে। ২০১৬ সালের মে মাসে এই স্মার্টফোনটি বাজারে আসে।
৫. স্যামসাং গ্যালাক্সি জে৫:
বিশ্ববাজার দখলকারী স্মার্টফোনের মধ্যে পঞ্চম তালিকায় রয়েছে স্যামসাং গ্যালাক্সি জে৫(২০১৬)। দক্ষিণ কোরিয়া স্মার্টফোনের ৫ মিলিয়ন ইউনিট বাজারে ছাড়ে। তিন মাসের মধ্যে বিশ্ববাজারের ১.৪ শতাংশ জায়গা দখল করে। স্যামসাংয়ের এই মডেলটি ২০১৬ সালের মে মাসে বাজারে আসে।
দৈনিকদেশজনতা/ আই সি