২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:১২

কর্মজীবীদের জন্য ফেসবুকের নতুন ফিচার ‘ওয়ার্কপ্লেস’

বিজ্ঞান প্রযুক্তি ডেস্ক :

সম্প্রতি ‘ওয়ার্কপ্লেস’ নামে পরীক্ষামূলক একটি ডেস্কটপ মেসেজিং সেবা চালু করেছে ফেসবুক। এই সফটওয়্যারটি উইন্ডোজ ৭ বা তার পরবর্তী সংস্করণ এবং ম্যাক ওএস ১০.৯ বা তার পরবর্তী সংস্করণগুলোতে ব্যবহার করা যাবে। ফেসবুকের নতুন ওয়ার্কপ্লেস সেবার মাধ্যমে ব্যবহারকারী তার সহকর্মীদের মধ্যে কোনো ব্যক্তি বা দলের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। খবর: ম্যাসাবেলের।

ওয়ার্কপ্লেস দেখতে অনেকটা ফেসবুক মেসেঞ্জারের মতোই। ইমোজি, ডাক নাম কিংবা কাউকে খোঁজার পদ্ধতিগুলো দুটোতেই একই রাখা হয়েছে। এছাড়া ওয়ার্কপ্লেসের মূল পাতাটিও (নিউজ ফিড) দেখতে ফেসবুকের মতোই। তবে মেসেঞ্জারের মতো ভিডিও কলিংয়ের পাশাপাশি ওয়ার্কপ্লেসে স্ক্রিন শেয়ারিংয়ের সুবিধা রয়েছে। এর মাধ্যমে ব্যবহারকারী তার কম্পিউটারের পর্দায় চলমান সবকিছুই সহকর্মীদের সঙ্গে শেয়ার করতে পারবেন। প্রাতিষ্ঠানিক ই-মেইলের মাধ্যমে ওয়ার্কপ্লেসে লগ-ইন করা যাবে। ডেস্কটপ হালনাগাদ করা থাকলে https://goo.gl/qX8SNj এই ঠিকানা থেকে নামানো যাবে ওয়ার্কপ্লেস।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :অক্টোবর ৮, ২০১৭ ৫:৩১ অপরাহ্ণ