২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ১০:১৯

প্রধান বিচারপতি এখন নজরবন্দি : রিজভী

নিজস্ব প্রতিবেদক:

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাকে এখন নজরবন্দি করে রাখা হয়েছে। রোববার বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, ‘সরকার প্রধান বিচারপতিকে প্রথমে অসুস্থতার কথা বলে ১ মাসের জন্য ছুটিতে বাধ্য করেছে। প্রধান বিচারপতি অসুস্থ নন, গৃহবন্দির পর এখন নজরবন্দি করে রাখা হয়েছে। শুধু তাই নয় প্রধান বিচারপতি ছুটিতে যাচ্ছেন বলে যে চিঠি সেখানে নয়টি বানান ভুল। এছাড়া সরকারের এজেন্সির লোকেরা তার স্বাক্ষর জাল করেছে। তাতে সারাদেশের মানুষ হতবাক হয়েছে।’ তিনি বলেন, ‘প্রধান বিচারপতির সাথে সরকার ও সরকারের লোকেরা দেখা করতে পারলেও সুপ্রিম কোর্ট আইনজীবী নেতাদের দেখা করতে দেয়া হচ্ছে না। চিকিৎসার নামে ডাক্তার পাঠানো এক ধরনের প্রহসন ও নাটক। এর মানে হলো— যাতে কেউ কিছু না জানতে পারে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকার নতুন ইতিহাস সৃষ্টি করেছেন। এখন চাপ প্রয়োগের মাধ্যমে প্রধান বিচারপতিকে বিদেশে যেতে বাধ্য করা হচ্ছে। মূলত সরকার ও সরকার প্রধান নিজের ইচ্ছাকে জুডিশিয়াল সন্ত্রাসীর মাধ্যমে বিচারবিভাগে এ পরিকল্পিত আক্রমণ চালিয়েছে।’

রিজভী বলেন, ‘রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘের অধিবেশন থেকে ফিরে এসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে বক্তব্য দিয়েছে তা অসত্য, প্রবঞ্চনার শামিল। অর্থ্যাৎ ব্যর্থতার গ্লানি এবং জনদৃষ্টি ভিন্ন খাতে নিতেই তিনি এধরনের কথা বলছেন। রোহিঙ্গা সমস্যা সমাধানে তিনি (শেখ হাসিনা) রাশিয়া চীন পাশে নিতে পারেনি। এমনকি বাংলাদেশ সরকারের অকৃত্রিম বন্ধুদেশ ভারতকে বুঝাতে পারেননি। তারা আওয়ামী লীগকে কাঁচকলা দেখিয়ে মিয়ানমার সরকারকে সমর্থন দিয়েছে।’

সংবাদ সম্মেলনে বিএনপির কেন্দ্রীয় নেতা আব্দুস সালাম, তৈমুর আলম খন্দকার, হাবিব উন নবী খান সোহেল, আব্দুস সালাম আজাদ, আসাদুল করিম শাহীন, আব্দুল আউয়াল খান, কাজী আবুল বাশার, রফিকুল ইসলাম রাসেল, কাজী রফিক প্রমুখ।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :অক্টোবর ৮, ২০১৭ ৬:০১ অপরাহ্ণ