স্পোর্টস ডেস্ক:
অস্ট্রেলিয়ার এই তরুণ ক্রিকেটার ফিল হিউজের মাথায় বল লেগে কোমায় চলে গিয়েছিলেন। সেই ঘুম আর ভাঙেনি। ক্রিকেট বিশ্বকে শোকের সাগরে ভাসিয়ে তিনি না ফেরার দেশে চলে যান। ২০১৪ সালের এই ঘটনার স্মৃতি আবারও ফিরে এসেছিল ব্লুমফন্টেইনে। তবে সুখের কথা হলো, এবার মুশফিকুর রহিমকে হিউজের ভাগ্য বরণ করে নিতে হয়নি।
মাঠে প্রোটিয়া পেসাররা একের পর এক বুলেট গতির বল মুশফিকের শরীর বরাবর ছুঁড়তে থাকেন। হঠাৎ মুশফিকের মাথায় বলের আঘাত। ফিল হিউজের কথা স্মরণ করে সারা বিশ্ব শিউরে উঠলো। শেষ পর্যন্ত মাঠে খানিকটা সময় দক্ষিণ আফ্রিকার চিকিৎসক এবং বাংলাদেশ দলের ফিজিও’র দেখভালের পর মুশি উঠে দাঁড়ান।
এর আগে গত মার্চে নিউজিল্যান্ডের বিপক্ষে মুশফিক একইভাবে আঘাত পান। যদিও সেদিনটা আজকের চেয়েও গুরুতর ছিল। ওই দিন মাথায় বলের আঘাত লাগার পর মুশফিক মাঠেই লুটিয়ে পড়েন। শেষমেশ অ্যাম্বুলেন্সে চড়ে টাইগার দলনেতাকে মাঠ ছাড়তে হয়।
দৈনিকদেশজনতা/ আই সি