২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ৮:৪৭

ন্যাটের আঘাতে লুইজিয়ানাতে ভূমিধস

আন্তর্জাতিক ডেস্ক:

এবার যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যের দিকে ধেয়ে গেছে ঘূর্ণিঝড় ন্যাট। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টার (এনএইচসি) জানিয়েছে ভারী বৃষ্টির কারণে লুইজিয়ানার মিসিসিপি নদীর মুখের কাছে ভূমিধস হয়েছে। বিবিসি অনলাইনের প্রতিবেদনে বলা হয়, ঘণ্টায় ৮৫ মাইল বেগে ঘূর্ণিঝড়টি ধীরে ধীরে উত্তরের দিকে যাচ্ছে এবং মিসিসিপি উপকূলে দ্বিতীয় ভূমিধসের আশঙ্কা করা হচ্ছে।

এর আগে লুইজিয়ানা, মিসিসিপি, আলাবামা এবং ফ্লোরিডা অঙ্গরাজ্যে সতর্কবার্তা জারি করা হয়েছিল। সম্প্রতি বয়ে যাওয়া ঘূর্ণিঝড় ইরমা ও মারিয়ার মতন শক্তিশালী না হলেও ন্যাটের প্রভাবে মিসিসিপি উপকূলে ভারী বৃষ্টি ও ঝোড়ো হাওয়া বয়ে যাচ্ছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ অঞ্চলে জরুরি অবস্থা ঘোষণা করেছেন। তিনি জরুরি ত্রাণ ব্যবস্থা প্রস্তুত রাখার নির্দেশ দিয়েছেন।

ঘূর্ণিঝড় ন্যাটের আঘাতে কোস্টারিকার বাড়িঘর বিধ্বস্ত হয়েছে। ঘূর্ণিঝড়ের কারণে যুক্তরাষ্ট্রের উপসাগরীয় উপকূলের পাঁচটি বন্দর সাবধানতার জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। বেশির ভাগ তেল ও গ্যাস কেন্দ্র থেকে কর্মীদের সরিয়ে নেওয়া হয়েছে এবং উৎপাদন সাময়িক বন্ধ রাখা হয়েছে। তবে এনএইচসি বলছে, আগামীকাল সোমবার নাগাদ এর প্রভাব কমে আসবে।

ঘূর্ণিঝড় ন্যাটের আঘাতে কোস্টারিকা, নিকারাগুয়া, হন্ডুরাস ও এল সালভাদরে কমপক্ষে ২৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিকারাগুয়ায় ১৩ জন, কোস্টারিকায় ৮ জন, হন্ডুরাসে ৩ জন ও এল সালভাদরে একজন নিহত হয়েছে।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :অক্টোবর ৮, ২০১৭ ৩:৩৩ অপরাহ্ণ