১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:০৩

শেরপুর সীমান্তে বিদ্যুতের ফাঁদে হাতির মৃত্যু

শেরপুর প্রতিনিধি:

শেরপুরের সীমান্তবর্তী উপজেলা শ্রীবরদীর রানী শিমূল ইউনিয়নের বালিজুড়ি গ্রামে গ্রামবাসীদের পাতা বৈদ্যুতিক ফাঁদে পড়ে একটি পূর্ণ বয়স্ক হাতির মৃত্যু হয়েছে। রোববার সকালে ওই এলাকা থেকে মৃত অবস্থায় বন বিভাগের কর্মীরা হাতিটিকে উদ্ধার করেন।

বালিজুড়ি রেঞ্জ কর্মকর্তা তরিকুল ইসলাম জানান, চলতি রোপা-আমন ক্ষেতে থোর আসায় গ্রামবাসীরা হাতির আক্রমণ থেকে ধান রক্ষা করার জন্য জেনারেটরের মাধ্যমে তার দিয়ে বিদ্যুৎ সংযোগের মাধ্যমে পুরো ক্ষেত ঘিরে রাখে। শনিবার রাতে কোনো এক সময় হাতির পাল ওইসব ক্ষেতে হানা দেয়ার চেষ্টা করলে পালের একটি হাতি বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যায়। এ ঘটনায় অজ্ঞাত আসামি করে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এর আগে গত শুক্রবার গ্রামবাসীর বিরুদ্ধে একই কায়দায় আরও একটি বন্যহাতি হত্যা করার অভিযোগ উঠেছে।

দৈনিকদেশজনতা/ আই সি 

প্রকাশ :অক্টোবর ৮, ২০১৭ ৩:২৩ অপরাহ্ণ