১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ভোর ৫:৫৩

দীর্ঘদিন পর মেকআপ রুমে শাকিব ও অপু

বিনোদন প্রতিবেদক :

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় জুটি শাকিব খান ও অপু বিশ্বাস। চলচ্চিত্রের ক্যারিয়ারে ৭২টি চলচ্চিত্রে জুটি বেঁধে অভিনয় করেছেন তারা। সিনেমার মতো বাস্তব জীবনেও সংসার পেতেছেন এ তারকা দম্পতি।

দুজনে একই শুটিং সেটে অসংখ্যবার শুটিং করেছেন। পাশাপাশি মেকআপ রুমে বসে মেকআপও নিয়েছেন। কিন্তু দীর্ঘ দুই বছর ধরে এমন দৃশ্য দেখা যায় না।

দীর্ঘদিন পর আজ শনিবার পাশাপাশি মেকআপ রুমে বসে মেকআপ নিচ্ছেন এ জুটি। শাকিব খান বিএফডিসির ৩নং ফ্লোরের মেকআপ রুমে মেকআপ নিচ্ছেন। অন্য দিকে অপু বিশ্বাস ৪নং ফ্লোরে বসে মেকআপ নিচ্ছেন। দুটি ফ্লোরই বিএফডিসিতে পাশাপাশি অবস্থিত। তবে দুজনে ভিন্ন দুটি সিনেমার শুটিং করছেন। শাকিব খান শুটিং করছেন উত্তম আকাশ পরিচালিত ‘চিটাগাইঙ্গা পোয়া, নোয়াখাইল্যা মাইয়া’ সিনেমার। অন্যদিকে ‘পাঙ্কু জামাই’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন অপু বিশ্বাস।

মান্নান সরকার পরিচালিত ‘পাঙ্কু জামাই’ সিনেমার কিছু দৃশ্যের কাজ করছেন অপু বিশ্বাস। বিএফডিসিতে এর দৃশ্যায়ন করা হচ্ছে। এতে অপু বিশ্বাসের বিপরীতে অভিনয় করেছেন জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খান। ২০১৫ সালে শুরু হওয়া এ সিনেমার গান বাদে অন্যান্য দৃশ্যের শুটিং শেষ হয়েছে বলে জানা যায়।

শাকিব-অপু ছাড়াও এতে আরো অভিনয় করছেন নবাগত নায়িকা পুষ্পিতা পপি, এটি এম শামসুজ্জামান, মিশা সওদাগরসহ অনেকে।

শাকিব খান-অপু বিশ্বাস ২০১৫ সালে সর্বশেষ ‘রাজনীতি’ নামের সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেন। এ সিনেমাটি গত ঈদুল ফিতরে সারাদেশে মুক্তি পায়। বুলবুল বিশ্বাস পরিচালিত এ সিনেমায় অপু বিশ্বাসের বিপরীতে অভিনয় করেন চিত্রনায়ক শাকিব খান।

প্রকাশ :অক্টোবর ৭, ২০১৭ ৮:২৬ অপরাহ্ণ