বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক :
বাপ, দাদা বা তারও আগের আমল থেকে জামাকাপড় ইস্তিরি বা আয়রন করার সেকেলে ডিভাইস থেকে অবশ্য এবার মুক্তি দেবে আধুনিক ডিভাইস। এটি মাত্র ৩ মিনিটের মধ্যে ১ ডজন কাপড় ইস্তিরি করতে পারে এবং কাপড় ইস্তিরি সম্পন্ন করে অ্যাপের মাধ্যমে নোটিফিকেশন পাঠাবে। এছাড়া কাপড়ে পছন্দনীয় সুগন্ধ ব্যবহার করার জন্য ডিভাইসটিতে বিশেষ অংশ রয়েছে।
শার্ট, ব্লাউজ, ট্রাউজার, এমনকি আন্ডারওয়্যার সহ যেকোনো পোশাক খুবই স্বল্প সময়ে ইস্তিরি বা আয়রন করার সুবিধা দেবে দুজন তরুণ উদ্ভাবকের তৈরি রোবটিক আয়রন মেশিন।
‘ইফি’ নামক এই ডিভাইসটি একসঙ্গে ও একই সময়ে ১২টি ভিন্ন ধরনের কাপড় শুকাতে পারে এবং আয়রন করতে পারে, নির্মাতারা যেটিকে দাবি করেছেন যে, ইস্তিরি করার ৯৫ শতাংশ সময় বাঁচাবে।
রোবটিক আয়রন মেশিন ‘ইভি’ তৈরি করেছেন প্রকৌশলী রোহান কামদার এবং ট্রেভর কের্থ। দুজনই ২৭ বছর বয়সি। বর্তমানে এটি প্রটোটাইপ (খসড়া) হিসেবে তৈরি করা হলেও, ২০১৮ সালে স্বয়ংসম্পূর্ভাবে এটি তৈরি করা হবে।