নিজস্ব প্রতিবেদক:
শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ বলেছেন, “শিক্ষার মূল লক্ষ্য নতুন প্রজন্মকে আধুনিক উন্নত বাংলাদেশের নির্মাতা হিসেবে গড়ে তোলা। আর এ জন্য প্রয়োজন যুগের সাথে সঙ্গতিপূর্ণ বিশ্বমানের শিক্ষা ব্যবস্থা চালু করা।”
শনিবার দুপুরে দক্ষিণ এশিয়ার কৃষি শিক্ষার অন্যতম বিদ্যাপিঠ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ৫৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন অনুষ্ঠানে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন শিক্ষামন্ত্রী।
তিনি বলেন, দেশে দক্ষ জনশক্তি তৈরি করার লক্ষ্যে দেশের কারিগরি শিক্ষাকে আধুনিকায়ন করা হচ্ছে। পাশাপাশি স্কুলের শিশুদের ঝরে পরা রোধে ব্যবস্থা নিচ্ছে সরকার।
বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত বিভিন্ন সমস্যা রয়েছে। তবে বিশ্ববিদ্যালয় থেকে এ বিষয়ে আমার কাছে কোনো নির্দিষ্ট পরিকল্পনা পাঠানো হয়নি। এ কারণে আমরা কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারিনি। তবে বিশ্ববিদ্যালয়ের নতুন হল নির্মাণ, হল ও একাডেমিক ভবন সংস্কার ও গবেষণাগার স্থাপনের পরিকল্পনা হাতে নিয়েছি।
এর আগে সকালে বেলুন ও পায়রা উড়িয়ে বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের দিনব্যাপি কর্মসূচির উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ।
এ সময় এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। শিক্ষামন্ত্রী নেতৃত্বে র্যালিটি ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জয়নুল আবেদিন মিলনায়তনের সামনে শেষ হয়। এর পর জয়নুল আবেদিন মিলনায়তনে আলোচনা সভাটি শুরু হয়।
আলোচনা সভায় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. জসিমউদ্দিন খানের সভাপতিত্বে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান, প্রধান পৃষ্ঠপোষক হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আলী আকবর এবং বিশেষ অতিথি হিসেবে সংসদ সদস্য ও কৃষিবিদ আব্দুল মান্নান বক্তব্য রাখেন।
দৈনিক দেশজনতা /এনএইচ