২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:০০

ছোট্ট ঘরটিকে নিয়ে আসুন একটু সবুজের ছোঁয়া

লাইফ স্টাইল ডেস্ক:

ইট পাথরের মাঝে থেকে আমরা ভুলতেই বসেছি যে সবুজের সমারোহ আমাদের কেনো প্রয়োজন। অক্সিজেনের কথা বাদ দিলেও নিজেকে সতেজ রাখার জন্যও দরকার হয় গাছপালার। আর ঘর সাজাবার জন্য গাছের মতো ডেকো পিস পাওয়া কিন্তু সহজ নয়। তাই সতেজ হয়ে উঠতে নিজের বাড়িতেই নিয়ে আসুন একটু সবুজের ছোঁয়া! চলুন দেখে আসি কংক্রিটের শহরে কী করে পেতে পারেন সবুজের স্বাদ।

একটি পাখির খাঁচা কিনে নিজের পছন্দমত রঙ দিয়ে রঙ করে নিন। একটি সুন্দর প্লান্টার নিয়ে খাঁচায় লাগিয়ে ফেলুন মৌরি, সুইট বাসিল কিংবা পুদিনাপাতার গাছ যেগুলো আপনি রান্নায়ও ব্যবহার করতে পারবেন। সিলিং কিংবা জানালার বাইরে থেকে ঝুলিয়ে দিন খাঁচাটি। এতে করে সবুজের পাশাপাশি পাখির খোঁজও পেয়ে যাবেন।

শহরের অ্যাপার্টমেন্টে সাধারণত সমতল খোলা জায়গা পাওয়া কঠিন। তাই করিডোর বা লিভিং রুমের কোণায় খাড়াভাবে বাগান তৈরি করতে পারেন। একটি মই কিংবা খোলা তাকে ছোট ছোট পাত্র সাজিয়ে তাতে বাড়িতে রাখার মতো গাছগুলো দিয়ে তৈরি করে নিন নিজের বাগান। শহরে খোলামেলা আলোবাতাসপূর্ণ রান্নাঘর পাওয়া কঠিন। কিন্তু, যদি আপনার এমন একটি রান্নাঘর থেকে থাকে তাহলে তো হয়েই গেল। বয়াম দিয়ে দেয়াল জুড়ে তৈরি করে ফেলুন মসলা রাখার তাক। তাতে লাগিয়ে ফেলুন রোজমেরি, থাইম কিংবা ট্যারাগনের মতো গাছগুলো। আর রান্নাঘরেই যদি এত অসাধারণ সংগ্রহ থাকে তবে বাজারে যাওয়ার প্রয়োজন কী।

শোবার ঘরে তৈরি করতে পারেন সুতোয় ঝোলানো বাগান। হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন। ঝুলন্ত বাগান তৈরির এই পদ্ধতিটিকে বলা হয় কোকেডামা যার অর্থ শ্যাওলার বল। এগুলো মূলত বল আকৃতির পাত্রে রাখা বনসাই যেগুলো শ্যাওলায় ঢাকা থাকে এবং পাত্রের বাইরে বাড়তে থাকে। এগুলোকে বাঁচিয়ে রাখতে আপনাকে সপ্তাহে একদিন এগুলোকে ১০-১৫ মিনিটের জন্য ভিজিয়ে রাখতে হবে পানিতে। বাড়িতে নিশ্চয়ই চিনামাটির সুন্দর চায়ের কাপ কিংবা মগ আছে যেগুলো শোকেসের ধূলোয় গড়াগড়ি খাচ্ছে? ওভাবে ফেলে না রেখে বরং শোকেস থেকে বের করে ধুয়ে নিন। এতে ছোট্ট বাঁশ গাছ কিংবা সুক্ষ্ম মাথাওয়ালা লতা লাগিয়ে ব্যবহার করুন টেবিলের সেন্টারপিস হিসেবে।

বাসায় যদি অব্যবহৃত বোতল থাকে তবে সেগুলোতে পানি ভরে রাখতে পারেন জানালার পাশে। এরপর ফিলোডেন্ড্রন কিংবা হায়াসিন্থস-এর মতো সুগন্ধী ফুলের গাছ লাগিয়ে ফেলুন যা আপনার ঘরে প্রাকৃতিক সুগন্ধেরও ব্যবস্থা করবে। অন্যদিকে বোতলে সূর্যের আলো পড়লে নানা নকশায় আলোর প্রতিফলন ঘটবে মেঝেতে।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :অক্টোবর ৫, ২০১৭ ৩:৫১ অপরাহ্ণ