আন্তর্জাতিক ডেস্ক:
রাশিয়া আগামী ২০১৯ সালের মধ্যেই মিসাইল ধরার রাডার নিয়ে আসছে। ভরোনেজ নামে সেই প্রযুক্তিটির নির্মাণ কাজ চলছে বলে জানায় রাশিয়ার স্পেস ফোর্সের কমান্ডার ইন চিফ জেনারেল আলেক্সান্ডার গলোভকো। বুধবার সংবাদ মাধ্যমে তিনি জানান, রাশিয়ার কোমি ও মুরমানস্ক অঞ্চলে ক্ষেপণাস্ত্র সতর্কতা সংকেতধারী এই প্রযুক্তি তৈরি হচ্ছে, যা ২০১৯ সালের মধ্যে শেষ হবে।
রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম তাস এজেন্সিকে তিনি বলেন, এই প্রকল্পটিকে রাশিয়ার স্পেস ফোর্স তাদের ‘টপ প্রায়োরিটি’ হিসেবে দেখছে। এই প্রযুক্তি ডেভেলপ করা হলে খুব সফলতার সাথে যেকোনো ধরনের ক্ষেপণাস্ত্র হামলা ঠেকাতে পারবে বলে আশা করা যাচ্ছে। এ ছাড়া আলেক্সান্ডার ক্ষেপণাস্ত্র বিধ্বংসী যেসব প্রযুক্তি বর্তমানে কার্যকর আছে তার আপডেটও জানান।
৪ অক্টোবর রাশিয়া বার্ষিক স্পেস ফোর্সেস ডে উদযাপন করছে। ১৯৫৭ সালের ৪ অক্টোবর সোভিয়েত ইউনিয়ন মহাকাশে প্রথম কৃত্রিম উপগ্রহ নিক্ষেপ করেছিল। দেশটি সেটাকে স্মরণ করে প্রতিবছর স্পেস ফোর্সেস ডে পালন করে। এবারের উৎসবে ভরোনেজ প্রযুক্তিটির আপডেট ঘোষণা করা হয়।
দৈনিকদেশজনতা/ আই সি
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

