নিজস্ব প্রতিবেদক:
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা অস্ট্রেলিয়া যাচ্ছেন। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে রাজধানীর কাকরাইলের হেয়ার রোডের বাসভবন থেকে অস্ট্রেলিয়া দূতাবাসে গিয়ে ভিসার জন্য আবেদন করেন বলে একটি সূত্রে জানা গেছে। জানা গেছে, খুব শিগগিরই তাঁর ভিসাপ্রাপ্তির প্রক্রিয়া সম্পন্ন হবে।
গত ৩ অক্টোবর থেকে অসুস্থতার কারণে এক মাসের ছুটিতে আছেন এসকে সিনহা। তাঁর ছুটি নিয়ে আদালত প্রাঙ্গণ ও আইনজীবীদের মধ্যে নানা গুঞ্জন রয়েছে। সুপ্রিমকোর্ট বার দাবি করেছে, চাপ প্রয়োগ করে তাকে ছুটিতে পাঠানো হয়েছে। তবে এই অভিযোগ অস্বীকার করেছেন আইনমন্ত্রী ও অ্যাটর্নি জেনারেল।
প্রসঙ্গত, প্রধান বিচারপতি এস কে সিনহার কন্যা অস্ট্রেলিয়ায় বসবাস করেন। চিকিৎসার জন্য তিনি সেখানে অবস্থান করবেন বলে জানা গেছে।
দৈনিকদেশজনতা/ আই সি
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

