১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:১২

কালীগঞ্জে বাস উল্টে ১ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক:

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় আহত সাতজনের মধ্যে পারভেজ (২৮) নামে যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন তার মৃত্যু হয়। নিহত পারভেজ ঝিনাইদহের নলডাঙ্গা গ্রামের ছামছুল ইসলামের ছেলে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান খান জানান, ঝিনাইদহ-যশোর সড়কের কেয়াবাগান নামকস্থানে রুপসা পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি খাদে উল্টে যায়। এ সময় সাতজন আহত হন। আহতদের উদ্ধার করে কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১২ টার দিকে পারভেজ মারা যান। আহতরা ওই স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :অক্টোবর ৫, ২০১৭ ৩:৪১ অপরাহ্ণ