১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:০৬

আইনজীবী নেতাদের সঙ্গে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির সাক্ষাৎ বিকেলে

 নিজস্ব প্রতিবেদক:

ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিঞার সঙ্গে বৃহস্পতিবার বিকেলে সাক্ষাৎ করবেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নেতারা। এদিন বিকেল পাঁচটায় এই সাক্ষাতের সময় নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন সমিতির সম্পাদক ও বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।

এর আগে সকালে সমিতির সভাপতি ও বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদীন সুপ্রিম কোর্টের আপিল বিভাগে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার অবস্থা জানতে চেয়ে আবেদন করেন।

তবে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিঞা এ বিষয়টি আদালতে আলোচনাযোগ্য না হওয়ায় বিচারপতিদের খাসকামরায় দেখা করার আহ্বান জানিয়েছিলেন।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :অক্টোবর ৫, ২০১৭ ৩:৫৩ অপরাহ্ণ