১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:২৫

চলচ্চিত্র পরিচালনায় নামছেন বর্ষীয়ান অভিনেতা ফারুক

বিনোদন ডেস্ক:

বর্ষীয়ান অভিনেতা ফারুক জানালেন, চলচ্চিত্র পরিচালনায় নামছেন তিনি। একাধিক সিনেমার পরিকল্পনা করছেন ‘মিঞা ভাই’ নামে পরিচিতি এককালের জনপ্রিয় নায়ক।

অভিনয়ে নিয়মিত না থাকলেও এফডিসিকেন্দ্রিক সংগঠন ‘চলচ্চিত্র পরিবার’-এর আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন ফারুক। সাম্প্রতিক সময়ে ঢালিউডের স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়ে সরব হতে দেখা যায় তাকে।

ফারুক একাধিক গণমাধ্যমকে জানান, বছরখানেকের মধ্যে সিনেমা নির্মাণে হাত দেবেন। তবে একদম গুছিয়ে কাজ করতে চান। তাই তাড়াহুড়ো নেই।

প্রাথমিকভাবে তিনটি সিনেমার পরিকল্পনা নিয়ে ক্যামেরার পেছনে থাকার সিদ্ধান্ত নিয়েছেন এ অভিনেতা। সবগুলোর চিত্রনাট্য করবেন তিনি। সংলাপ লিখবেন আমজাদ হোসেন। এছাড়া সংগীত করাতে চান দেশ বরেণ্য গীতিকার ও সুরকারকে দিয়ে।

অভিনয় থেকে পরিচালনায় আসা বাংলা সিনেমায় নতুন ঘটনা নয়। নায়ক রাজ্জাকের বিরতির পর অনেকদিন এমনটা একটা দেখা যাচ্ছিল না। তবে সম্প্রতি ‘একটি সিনেমার গল্প’ শিরোনামের সিনেমার মধ্যে দীর্ঘদিন পর পরিচালনায় ফিরেছেন আলমগীর। এতে অভিনয় করছেন আরিফিন শুভ ও ঋতুপর্ণা সেনগুপ্ত।

প্রকাশ :অক্টোবর ৪, ২০১৭ ১১:১০ পূর্বাহ্ণ