১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:০৮

ইয়াহুর ৩শ’ কোটি অ্যাকাউন্ট হ্যাক হয়েছিল!

বিজ্ঞান প্রযুক্তি ডেস্ক :

ইয়াহু জানিয়েছে, ২০১৩ সালে তাদের তিন বিলিয়ন (৩শ’ কোটি) অ্যাকাউন্টই হ্যাক হয়েছিল। গত বছর ইয়াহুকে কিনে নেওয়া কোম্পানি ভেরিজন তদন্ত পরিচালনার পর এ কথা জানায়। হ্যাকিংয়ের ঘটনাটি এত বড় ছিল যে, সেটা আগে কল্পনাও করতে পারেনি।

ভেরিজন জানায়, আগে তাদের ধারণা ছিল হয়তো এক বিলিয়ন অ্যাকাউন্ট হ্যাক হয়ে থাকবে। অনেক ডাটা চুরির ঘটনা ঘটেছে, তবে বিবিসির খবরে জানা যায়, ইয়াহু আশ্বস্থ করেছে চুরি হওয়া ডাটার মধ্যে ছিল না ব্যবহারকারীর পাসওয়ার্ড, পেইমেন্ট কার্ড বা ব্যাংক অ্যাকাউন্ট সংক্রান্ত ডাটাগুলো। এদিকে মঙ্গলবার ইয়াহু জানায় ‘সম্প্রতি তারা এমন কিছু গোয়েন্দা তথ্য হাতে পেয়েছে’ যেখানে দেখা যাচ্ছে, ইয়াহুর সব ব্যবহারকারীই সেই সাইবার হামলায় আক্রান্ত হয়েছিলেন।

ইয়াহু আরও জানায়, সর্বশেষ এই ঘোষণাটি নতুন কোন সমস্যার ঘোষণা নয়, কিন্তু আগে যারা আক্রান্ত হয়েছেন তাদেরকে ই-মেইল পাঠাচ্ছে ইয়াহু। একই সাথে ‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে’ কাজ করে যাচ্ছে ইন্টারনেট দুনিয়ার প্রথম দিককার সার্চ ইঞ্জিন ও মেইল আদান-প্রদানের এই প্রতিষ্ঠানটি।

প্রকাশ :অক্টোবর ৪, ২০১৭ ১১:০৫ পূর্বাহ্ণ