১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:০৫

রমযান মাস উপলক্ষে বলাকা বন্ধ রাখার সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর ঐতিহ্যবাহী সিনেমা হল বলাকা রমযান মাস উপলক্ষে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই মাসে হলটির সংস্কার করার কথা ভাবছেন হলটির কর্তৃপক্ষ। বলাকা সিনেমা হলের ম্যানেজার রনি বলেন, ‘আমাদের হলটিতে বেশকিছু সংস্কার কাজ করতে চাইছি অনেকদিন ধরে। কিন্তু আবার একসাথে অনেকদিন হল বন্ধ রাখাও সমস্যা। তাই রমযান মাসকে বেছে নিয়েছি– কারণ এ মাসে আসলে দর্শক হাতে গোনা অল্প কিছু হয়। তাই বন্ধ রাখলেও সমস্যা হবে না।’তিনি আরো জানালেন, ঈদের দিন বিকাল তিনটার শো দিয়ে আবার চালু হবে। হলটিতে এ মুহুর্তে চলছে স্বপন আহমেদ পরিচালিত ‘পরবাসিনী’। রনি জানালেন রমযানের আগের দিন পর্যন্ত ছবিটি চলবে।

এদিকে সম্প্রতি হলটির টিকেটের মূল্য বৃদ্ধি করে ২০০ ও ৩০০ টাকা করা হয়েছে।

প্রকাশ :মে ১৪, ২০১৭ ৬:২৫ অপরাহ্ণ