১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:৩১

চিন্তা ও কাজে ঘুরে দাঁড়াতে শুরু করেছে বিএনপি: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক:

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, চিন্তা ও কাজের ক্ষেত্রে বিএনপি ঘুরে দাঁড়াতে শুরু করেছে। ভিশন-২০৩০ এর বড় প্রমাণ। ভিশন- ২০৩০ ঘোষণা শেষ হতে না হতেই আওয়ামী লীগ নেতারা বলছেন এটা অন্তসারশুন্য, ফাঁপা বেলুন। কেউ আবার বলছেন, বিএনপি তাদের অনুকরণ করেছে। কিন্তু বিএনপির দর্শন অনুকরণ করে আওয়ামী লীগ তাদের রাজনৈতিক দর্শন, কর্মসূচি পরিবর্তন করেছে।

রবিবার দুপুরে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বিএনপি ঘোষিত ভিশন-২০৩০ নিয়ে এক গোল টেবিল আলোচনায় প্রধান আলোচকের বক্তব্যে তিনি একথা বলেন। সেন্টার ফর ন্যাশনাল রিজিওনাল স্টাডিজ এর আয়োজন করে। সভার সঞ্চালক ছিলেন ব্যারিস্টার পারভেজ আহমেদ।

‘ভিশন-২০৩০’ নিয়ে আওয়ামী লীগের কাছ থেকে বিএনপি গঠনমূলক ভূমিকা প্রত্যাশা করে বলেও এ সময় জানান দলটির এই মুখপাত্র।

বিএনপির ভিশনে জামায়াতের অনুপস্থিতির বিষয় নিয়ে তিনি বলেন, ‘জামায়াতের সঙ্গে বিএনপির জোট পুরোপুরি রাজনৈতিক। তাই ২০৩০ সালে জামায়াতের সঙ্গে আমাদের কি সম্পর্ক হবে সেটা এই মুহূর্তে বলার অবকাশ নেই। সুতরাং এখানে জামায়াতের বিষয়টি উল্লেখ করার প্রয়োজন আছে বলে মনে হয় না।’

খালেদা জিয়ার ‘ভিশন-২০৩০’ মুক্তিযুদ্ধের চেতনার পরিপূরক মন্তব্য করে প্রফেসর দিলারা চৌধুরী বলেন, ‘দেশে মত প্রকাশের সুযোগ দিনে দিনে সংকুচিত হয়ে আসছে। দেশের জনগণের মধ্যে গণতন্ত্রের আকাঙ্খা রয়েছে। সময় এসেছে আমাদের সবাইকে এখন জাতি হিসেবে সুসংগঠতি হবার। আর সেক্ষেত্রে প্রথম প্রয়োজন হবে দেশে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন।’

অনুষ্ঠানে অন্যদের মধ্যে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা, সহ তথ্য বিষয়ক সম্পাদক আমিরুজ্জামান খান শিমুল, প্রাক্তন সংসদ সদস্য সাখাওয়াত হোসেন বকুল, সাংবাদিক রুহুল আমিন গাজী, কাদের গনি চৌধুরী বক্তব্য রাখেন।

এ ছাড়াও গণস্বাস্থ্যকেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, শিক্ষাবিদ ড. মাহবুব উল্লাহ, প্রফেসর দিলারা চৌধুরী, প্রাক্তন সচিব ইসমাঈল জবিউল্লাহ, ইঞ্জিনিয়ার আশরাফুল ইসলাম, ব্যারিস্টার রফিকুল ইসলাম আলোচনায় অংশ নেন।

এম/এম / সময়: ১৮: ২২

প্রকাশ :মে ১৪, ২০১৭ ৬:২২ অপরাহ্ণ