১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:১৮

মাকে নিয়ে তৈরী করল ৪টি গান

বিনোদন ডেস্ক :

মা, আম্মা, মাদার, মম, মাম— যাই বলি না কেন, একজন সন্তানের কাছে তার মায়ের চেয়ে অধিক প্রিয় কোনো কিছুই এই পৃথিবীতে নেই। তাই যুগ যুগ ধরে পৃথিবীর বিভিন্ন দেশে মাকে নিয়ে কবিতা-গান রচনা আজও অব্যাহত রয়েছে।

মাকে নিয়ে কবি, গীতিকার ও সুরকার মাহবুবুল এ খালিদ লিখেছেন চারটি গান। গানগুলো তার নিজস্ব ওয়েবসাইট www.khalidsangeet.com-এ প্রকাশিত হয়েছে। গানগুলোর সুর করেছেন দেশের জনপ্রিয় সুরকার ও সংগীত পরিচালক আহমেদ ইমতিয়াজ বুলবুল এবং আতিকুর রহমান রোমান। আর কণ্ঠ দিয়েছেন দিনাত জাহান মুন্নি, সংগীতা, প্রিয়াংকা বিশ্বাস ও নন্দিতা।

মা দিবস উপলক্ষে মাহবুবুল এ খালিদের লেখা গানের শিরোনাম ‘হ্যাপি মাদারস ডে’। আতিকুর রহমান রোমানের সুরে গানটির তিনটি ভার্সন করা হয়েছে। এর একটি ডুয়েট ভার্সন, যেটিতে কণ্ঠ দিয়েছেন সংগীতা ও প্রিয়াংকা বিশ্বাস। আরেকটিতে শুধু প্রিয়াংকা বিশ্বাস। অন্যটিতে সংগীতা।

মা দিবসের এই গানে মায়ের প্রতি জানানো হয়েছে গভীর শ্রদ্ধা। মায়ের কারণেই এই বিশ্ব দেখা। সৃষ্টির সেরা স্নেহময়ী মা সন্তানের বিপদে সবার আগে এগিয়ে যান। মায়ের ঋণ কখনোই শোধ করা সম্ভব নয়- ইত‌্যাদি বিষয় উঠে আসে এই গানের কথায়।

মাকে নিয়ে মাহবুবুল এ খালিদের লেখা ‘মা তুমি লক্ষ তারার সেরা’ শিরোনামের গানে সুর করেছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল। গানটির শিল্পী সংগীতা। এই গানের মাধ‌্যমে মাকে একজন মানুষের জীবনের সেরা উপহার হিসেবে উপস্থাপন করা হয়েছে। মায়ের আদর-স্নেহ-ভালোবাসার যে তুলনা হয় না, তা আরেকটিবার আমাদের স্মরণ করিয়ে দেয়া হয়েছে।

‘মা তোমায় মা মা বলে’ শিরোনামের মাকে নিয়ে মাহবুবুল এ খালিদের লেখা আরেকটি গানে সুর করেছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল। এতে কণ্ঠ দিয়েছেন নন্দিতা। এই গানের কথায় ফুটে উঠেছে বিশ্ব জননী মায়ের মমতাময়ী রূপ। মা ডাকটি অতি মধুর। মায়ের কাছেই মেলে সান্ত্বনা। মায়ের কোলে মুখ লুকিয়ে আমরা পাই সব ব‌্যথা-যন্ত্রণার উপশম।

মাহবুবুল এ খালিদের লেখা ‘মাকে তোরা গেলি ফেলে’ শিরোনামে মাকে নিয়ে চতুর্থ গানটিরও সুর করেছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল। গানটির শিল্পী দিনাত জাহান মুন্নি। এই গানে বর্ণনা করা হয়েছে এমন এক মায়ের কথা, যাকে তার তার সন্তানেরা ফেলে যান। মানবিক আবেদনময়ী গানটির করুণ সুর হৃদয় ছুঁয়ে যায়। গানটি সবাইকে আহ্বান জানায় জন্মদাত্রী মাকে সর্বোচ্চ সম্মান দিয়ে তার যত্ন নিতে।

প্রকাশ :মে ১৪, ২০১৭ ৬:০০ অপরাহ্ণ