১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:১০

মান্না বেঁচে থাকলে যা করতেন আফসারী

বিনোদন ডেস্ক:

ঢালিউডের মাস্টার মেকার বলা হয়ে থাকে মালেক আফসারীকে। অনেকদিন বড়পর্দায় নেই এ নির্মাতার সিনেমা। তার মতে, মান্না বেঁচে থাকলে এমনটা হতো না। তিনি ফেসবুকে রোববার লেখেন, ‘মহানায়ক মান্না বেঁচে থাকলে এত রাতে বসে বসে স্ট্যাটাস দিতাম না। ঘুমাতাম সকালে শুটিংয়ে যাবার জন্য।’ এ নির্মাতা এর আগেও নানা প্রসঙ্গে জানিয়েছেন মান্না বেঁচে থাকলে বাংলা চলচ্চিত্র এমন ক্ষয়িষ্ণু অবস্থায় যেতো না, থাকত না বিভেদ।

ঈদুল ফিতরের আগে যৌথ প্রযোজনার সিনেমা নিয়ে বিভক্ত হয়ে পড়ে ঢালিউড। ওই সময় মালেক আফসারী বলেন, ‘আমরাও নেতা ছিলাম। মান্না বেঁচে থাকলে এমন আকাম করতে পারতে না তোমরা। ঈদ বেছে দিয়ে শিল্পকলা আমদানি করলা? সিনেমা হল বাঁচলে সিনেমা বাঁচবে? কোন সিনেমা! এপারের না ওপারের? আমাদের তো আগেই কবর দিয়েছো। মহানায়ক মান্না বেঁচে থাকলে আজ এমন করতে পারতে না।’ এছাড়া জানান, মান্নার ছেলেকে সিনেমায় আনতে চান। মুক্তির অপেক্ষায় রয়েছে মালেক আফসারী পরিচালিত ‘অন্তর জ্বালা’। এ সিনেমাটি নির্মিত হয়েছে মান্না ভক্তের কাহিনী নিয়ে। এতে যোগ করা হয়েছে মান্না অভিনীত সিনেমা ও বাস্তব জীবনের ফুটেজ।

মালেক আফসারী ও মান্না বেশ কিছু হিট সিনেমা উপহার দিয়েছিলেন। এর মধ্যে রয়েছে— মৃত্যুর মুখে, মরণ কামড়, রাজা, লাল বাদশা, বোমা হামলা, জেল থেকে বলছি ও উল্টা পাল্টা ৬৯।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :অক্টোবর ২, ২০১৭ ১১:৫১ পূর্বাহ্ণ