১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:১৭

সড়কে শপিং ব্যাগে নবজাতক

নিজস্ব প্রতিবেদক:

খিলগাঁও চৌধুরীপারার একটি বাসার নিচে শপিং ব্যাগে মোড়ানো অবস্থায় এক মেয়ে নবজাতককে উদ্ধার করে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে। সোমবার ভোরে চৌধুরীপাড়া ২২৭/সি নম্বর ৫তলা বাসার নিচে থেকে তাকে উদ্ধার করা হয়। পরে সকাল ১০টার দিকে তাকে ঢামেকে নিয়ে আসা হয়।

শিশুটিকে উদ্ধার করে নিয়ে আসা শাহীনুর বেগম বলেন, ভোরে নামাজ পড়ে তিনি বাসার বারান্দায় দাঁড়িয়ে ছিলেন। এসময় তাদের বাসার সামনে দিয়ে এক লোককে হাতে শপিং ব্যাগ নিয়ে চলে যেতে দেখেন। কিছুক্ষণ পর বাসার নিচে সেই ব্যাগটি পরে থাকতে দেখেন। দুটি বিড়াল ব্যাগটি নিয়ে টানাটান করছে। তার সন্দেহ হলে তিনি নিচে গিয়ে দেখেন ব্যাগের ভেতর এক মেয়ে নবজাতক নড়াচড়া করছে। সঙ্গে সঙ্গে তাকে স্থানীয় খিদমা হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে খিলগাঁও থানা পুলিশ খবর পেয়ে নবজাতকটিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসেন।

ঢামেক হাসপাতালের নকবজাতক বিভাগের প্রধান অধ্যাপক ডা. মনীষা ব্যানার্জী বলেন, নবজাতকটির বয়স হবে ১ দিন। তার ওজন ১ কেজি সাড়ে ৭শ গ্রাম। তার অবস্থা খুব ভাল নয়। তাকে নবজাতক বিভাগে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :অক্টোবর ২, ২০১৭ ১১:৫৪ পূর্বাহ্ণ