বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক :
ফিজেট স্পিনার বা ফ্রিজেট স্পিনার একটি খেলনা। বর্তমানে এটি বেশ জনপ্রিয়। অনেকের হাতেই এটা ঘুরতে দেখা যায়। এই খেলনার গতি একটি মনোরম সংবেদী অভিজ্ঞতা প্রদান করে থাকে। স্নায়বিক শক্তি বা মানসিক চাপ এবং মনযোগী হতে এ খেলনা সাহায্য করে বলে অনেকের দাবি। এবার ফিজেট স্পিনার সম্বলিত একটি ফোন বাজারে আসলো। এটিই বিশ্বের ফিজেট স্পিনার ফোন। ফোনটি তৈরি করেছে হংকং ভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান চিলি ইন্টারন্যাশনাল হোল্ডিং লিমিটেড। ফোনটির মডেল কে১১৮।
ফিজেট স্পিনার সম্বলিত ফিচার ফোন এটি। সাধারণ ফিজেটের মতই এটি ঘোরানো যাবে। ভারতের বাজারে ফোনটি পাওয়া যাচ্ছে। মূল্য ১২০০ ডলার থেকে ১৩০০ রুপি। এই ফোনটির আরেকটি বিশেষত্ব হচ্ছে এটি স্মার্টফোনের ব্লুটুথ হিসেবেও কাজ করবে। এতে আছে ২৮০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি। ফোনের বিল্টইন মেমোরির পাশাপাশি এতে ৮ জিবি রম ব্যবহার করা হয়েছে। ফোনটিতে মাল্টিমিডিয়া অপশন রয়েছে। এতে ইন্টারনেটও ব্যবহার করা যাবে। ফোনটিতে আছে ৬.১ সেন্টিমিটার এলসিডি ডিসপ্লে। দু’ আঙুলের মাধ্যই ফোনটিকে সহজেই ফিজেট স্পিনারের মত ঘোরানো যাবে। পাশাপাশি সিম লাগিয়ে কথা বলা যাবে।
দৈনিক দেশজনতা/এন এইচ
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

