১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:১৬

রঙিন পাতা’য় সুমাইয়া শিমু ও মীর সামি

বিনোদন ডেস্ক:

বিনোদন সাংবাদিক ও তারকার সম্পর্ক নিয়ে এনটিভির নিয়মিত আয়োজন ‘রঙিন পাতা’। এ অনুষ্ঠানের প্রতি পর্বে উপস্থিত হন একজন তারকা ও একজন বিনোদন সাংবাদিক।

আগামী পর্বে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনপ্রিয় অভিনেত্রী সুমাইয়া শিমু ও দৈনিক সমকাল পত্রিকার বিনোদন সাংবাদিক মীর সামি।

এনটিভিতে রোববার রাত ৯টা ৫ মিনিটে প্রচার হবে বিনোদনমূলক এ অনুষ্ঠান। কাজী মোহাম্মদ মোস্তফার পরিকল্পনা ও প্রযোজনায় ‘রঙিন পাতা’ উপস্থাপনা করেছেন শ্রাবণ্য তৌহিদা।

প্রযোজক বলেন, ‘আমাদের দেশের খবরের কাগজগুলোতে একটি পাতা বরাদ্দ থাকে বিনোদন জগতের খবরাখবরের জন্য। এই পাতাটিকে বিনোদন পাতা বলা হয়ে থাকে। বিনোদন পাতাটিকে ঘিরে বিনোদন জগতের বাইরেও সাধারণ পাঠকের রয়েছে ব্যাপক কৌতূহল। পত্রিকার সেই পাতাকে নিয়েই অনুষ্ঠানটি সাজানো হয়েছে।’

তিনি বলেন, ‘কাজ ও কাজের বাইরে সাংবাদিকের সঙ্গে শিল্পীদের সম্পর্ক কেমন, সেই বিষয়গুলো অনুষ্ঠানে তুলে ধরা হয়েছে। অনুষ্ঠানটিতে সাংবাদিক ও তারকা শিল্পীদের আড্ডার মধ্য দিয়ে মিডিয়া জগতের অনেক জানা-অজানা গল্প জানতে পারবেন দর্শক।’

‘রঙিন পাতা’য় মীর সামির সাংবাদিকতার গল্প ও বিনোদন সাংবাদিকতা নিয়ে সুমাইয়া সিমুর মতামত শোনা যাবে। পাশাপাশি নায়িকার অভিনয় ব্যস্ততা নিয়েও জানতে পারবেন দর্শক।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :সেপ্টেম্বর ৩০, ২০১৭ ৬:৪৭ অপরাহ্ণ