বিনোদন ডেস্ক:
দু্ই ভুবনের দুই তারকা পূর্ণিমা-ইমরান। একজন নাটক-সিনেমার জনপ্রিয় অভিনেত্রী, অন্যজন গায়ক। দুই তারকাকে এক করল গান। আর পূর্ণিমার গায়কীতে মুগ্ধ হয়েছেন ইমরান।
সম্প্রতি ইমরানের আলোচিত গান ‘বলতে বলতে চলতে চলতে’তে কণ্ঠ দিয়েছেন নায়িকা। তার সঙ্গে ছিলেন গায়কও। মঙ্গলবার বিকেলে ইমরানের স্টুডিওতে পূর্ণিমা গানটিতে কণ্ঠ দেন।
পূর্ণিমা জানান, ভয়েস দেয়ার সময় ইমরান তাকে দারুণভাবে সহযোগিতা করেছেন। অন্যদিকে পূর্ণিমার গায়কী মুগ্ধ করেছে ইমরানকে।
তিনি বলেন, ‘তার গায়কীতে আমি সত্যিই বিস্মিত হয়েছি, মুগ্ধ হয়েছি। শুরু থেকেই যদি এই গানের কোনো ফিমেল ভার্সন থাকতো তবে এর চেয়ে ভালো আর হতো না। গানটি নিয়ে আমি নতুনভাবে খুব আশাবাদী। আশা করি পূর্ণিমা আপুর কণ্ঠে আমার গানের নতুন এই আয়োজন সবাই বেশ উপভোগ করবেন।’
শফিক তুহিনের লেখা ইমরানের সুর-সংগীতে গাওয়া ‘বলতে বলতে চলতে চলতে’ এরই মধ্যে ইউটিউবে এক কোটি আশি লাখ ভিউয়ার্স উপভোগ করেছেন।
শুক্রবার সন্ধ্যায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস’-এর ১২তম আসর। ওই অনুষ্ঠানে গানটির সঙ্গে পারফর্ম করবেন পূর্ণিমা ও ইমরান। তাদের কোরিওগ্রাফার হিসেবে আছেন ঈগলস ডান্স গ্রুপের প্রধান তানজিল।
‘চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড’-এ আজীবন সম্মাননা দেওয়া হবে মোহাম্মদ খুরশীদ আলমকে ও বিশেষ সম্মাননা পাচ্ছেন শাম্মী আখতার। সংগীত পরিবেশন করবেন জেমস, মমতাজ, রেজওয়ানা চৌধুরী বন্যা ও শফি মন্ডল। নৃত্য পরিবেশন করবেন অপু বিশ্বাস। অনুষ্ঠানটি পরিকল্পনা ও পরিচালনা করছেন ইজাজ খান স্বপন।
দৈনিক দেশজনতা/এন এইচ