১৩ই ডিসেম্বর, ২০২৫ ইং | ২৮শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | রাত ১১:১৭

কবি মজিদ মাহমুদের কবিতা ও গান নিয়ে অনুষ্ঠান মজিদমঙ্গল

শিল্পসাহিত্য ডেস্ক:

কবি মজিদ মাহমুদের কবিতা ও গান নিয়ে অনুষ্ঠান ‘মজিদমঙ্গল’ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার, বিশ্বসাহিত্য কেন্দ্রে অনুষ্ঠানের আয়োজন করে সাহিত্য পত্রিকা সমধারা। অনুষ্ঠানে কবিকে মূল্যায়িত করতে সমধারার ‘মজিদ মাহমুদ, সমাজমঙ্গলের প্রতিচ্ছবি’ শিরোনামে ৬২ তম সংখ্যার পাঠ উন্মোচনও করা হয়।

সমাজমঙ্গলের এই কবিকে নিয়ে সমধারার আয়োজনে ছিল কবির কবিতা আবৃত্তি ও গান। বাংলা সাহিত্যের বহুল পঠিত কাব্যগ্রন্থ মাহফুজামঙ্গল এবং মজিদ মাহমুদের অন্যান্য কাব্যগ্রন্থ থেকে কিছু কবিতা আবৃত্তি করে শোনান সমধারার একদল আবৃত্তি শিল্পী ও অতিথি আবৃত্তি শিল্পীবৃন্দ। অনুষ্ঠানে কবির লেখা বেশ কয়েকটি গান গাওয়া হয়।

সালেক নাছির উদ্দিন সম্পাদিত সমধারা’র এবারের কবি মজিদ মাহমুদ সংখ্যায় কবির সাহিত্যকর্ম নিয়ে লিখেছেন, আব্দুর রউফ, ফরিদ আহমদ দুলাল, জ্যোতির্ময় দাশ, অনন্ত দাশ, আহমেদ রফিক, মুহম্মদ নূরুল হুদা, নূরিতা নুসরাত খন্দকারসহ আরো অনেকেই। রয়েছে মজিদ মাহমুদের সাম্প্রতিক কিছু নতুন কবিতা।

সমাজ পরিবর্তনে একজন নিরলস যোদ্ধা মজিদ মাহমুদ। তাঁর কবিতা সমাজকে গভীরভাবে স্পর্শ করে। মজিদ মাহমুদের কবিমানস মানবতাবাদী-চেতনার কতোটা গভীরে প্রথিত তার স্বাক্ষর কবির প্রতিটি কাব্যগ্রন্থ। তিনি আশির দশকের একজন প্রভাব বিস্তারকারী কবি, গবেষক ও প্রাবন্ধিক। মুক্তবুদ্ধির চর্চা, বিষয়ের গভীরে যাওয়ার ক্ষমতা, প্রশ্ন উত্থাপন এবং যুতসই ব্যাখ্যা হাজির করার দক্ষতা মজিদ মাহমুদের প্রবন্ধের অন্যতম বৈশিষ্ট।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :সেপ্টেম্বর ২৮, ২০১৭ ১০:৩৬ পূর্বাহ্ণ