২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ৮:০১

ভর্তি পরীক্ষায় চবি প্রশাসনের বিভিন্ন পদক্ষেপ

নিজস্ব প্রতিবেদক:

মাত্র একমাস বাকি! এরপরই শুরু হবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষে অনার্স (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা। ভর্তিচ্ছুক শিক্ষার্থীদের কথা বিবেচনায় রেখে চবি প্রশাসন নিয়েছেন বিভিন্ন পদক্ষেপ। এর মধ্যে ভর্তি পরীক্ষায় জালিয়াতি রোধে ছবিযুক্ত আসন বিন্যাসের পাশাপাশি নির্ভুল ফলাফল প্রণয়নের জন্য রাখা হয়েছে উত্তরপত্র ডাবল চেকের ব্যবস্থা।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, প্রতি বছর ভর্তি পরীক্ষার কেন্দ্রগুলোতে আসন বিন্যাস ছাড়াই নেয়া হত ভর্তি পরীক্ষা। ফলে বিশ্ববিদ্যালয়ের বাহিরের কেন্দ্রগুলোতে অহরহই জালিয়াতির ঘটনা ঘটতো। তাছাড়া পূর্বের ভর্তি পরীক্ষাগুলোতে কিছু প্রতারক চক্র পরীক্ষার্থীদের প্রবেশপত্রে নিজেদের ছবি বসিয়ে জালিয়াতির মাধ্যমে পরীক্ষায় অংশগ্রহণকালে আটকও হয়েছিল। আর তাই এবছর এসব প্রতারক চক্রকে প্রতিহত করতে ছবিযুক্ত আসন বিন্যাসের মাধ্যমে পরীক্ষা নেয়া হবে। ফলে পরিক্ষার্থী ছাড়া আর কেউ পরীক্ষা দিতে পারবে না। যদি কেউ প্রবেশপত্রের ছবি পরিবর্তন করে পরীক্ষা অংশগ্রহণ করে তাহলে তারা আটকা পড়বে প্রযুক্তির জালে।

অন্যদিকে, দ্রুত ফলাফল প্রদানের জন্য প্রতিটি ইউনিটে পরীক্ষা নেওয়ার পরপরই ওএমআর মেশিনের মাধ্যমে উত্তরপত্র মূল্যায়ন করে পরীক্ষার দিন রাতে বা পরের দিনই ফলাফল প্রকাশ করা হতো। এতে করে অনেক সময় অনেকাংশে ভুল ও মেধাবীদের অবমূলায়নের আশঙ্কা থেকে যেত। যার কারণে গত ২০১৫-১৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় কলা ও মানববিদ্যা অনুষদের বি-১ ইউনিটের ফলাফল পূনঃমূল্যায়ন করতে হয়েছিল। আর তাই এবছর ভর্তি পরীক্ষায় নির্ভুল ফলাফল ও মেধাবীদের সঠিক মূল্যায়নের লক্ষ্যে পরীক্ষার উত্তর মূল্যায়নে ব্যবহার করা হবে ‘ডাবলচেক’ পদ্ধতি।

এই পদ্ধতিতে উত্তরপত্রগুলো দুইবার মূল্যায়ন করা হবে। প্রতিটি ইউনিটে ভর্তি পরিক্ষা অনুষ্ঠিত হওয়ার পর প্রথমে চট্টগ্রাম বিশ্ববিদ্যাল (চবি) ভর্তি কমিটি উত্তরপত্রগুলো মূল্যায়ন করবে। পরবর্তীতে দুইবার মূলায়নের জন্য সেগুলোকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) একটি টিমের কাছে পাঠানো হবে। সেখানে পূনঃমূল্যায়নের মাধ্যমে দেখা হবে কোন ভূল-ভ্রান্তি রয়েছে কিনা? চবিতে যাচাই-বাছাইয়ের পরেই চুড়ান্ত ফলাফল প্রকাশ করা হবে। ফলাফল বিষয়ভিক্তিক বিস্তারিতসহ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। এই প্রক্রিয়ায় ফলাফল প্রকাশে দুই দিনের মত সময় লাগবে।

এদিকে প্রতিবছর অভিযোগ পাওয়া যায়, বিশ্ববিদ্যালয়ের বাহিরের কেন্দ্রগুলোতে নিরাপত্তা ব্যবস্থা খবুই নাজুক থাকে। এতে করে বাহিরের কেন্দ্রগুলোতে প্রতারক চক্রেরা বিভিন্ন প্রক্রিয়ায় জালিয়াতি করে। ফলে কিছু লোক এসব প্রক্রিয়ায় ভর্তির সুযোগ পেয়ে যায়। এসব ঘটনায় অনভিজ্ঞ শিক্ষক ও বিশ্ববিদ্যালয়ের কিছু অসাধু কর্মকর্তা-কর্মচারী জড়িত থাকারও অভিযোগ রয়েছে। এসব বিষয় বিবেচনায় রেখে এবং সুষ্ঠ ও সুন্দরভাবে ভর্তি পরীক্ষা নিতে বিশেষ উদ্যোগ নিয়েছে চবি প্রশাসন।

যার কারণে এবছর বিশ্ববিদ্যালয়ের বাহিরের কেন্দ্রগুলোতে প্রতারক চক্রের দৌরাত্ম কমাতে চলানো হবে বিশেষ অভিযান। পরীক্ষা চলাকালীন প্রতিটি কেন্দ্র গোয়েন্দা টিমের নজরদারীতে রাখা হবে। প্রতিটি পরীক্ষায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের উপস্থিতিও নিশ্চিত করা হবে। যার ফলে এবছর কারো প্রক্সি দেওয়া বা কোন অসাধু উপায় অলম্বনের সুযোগই থাকবে না বলে জানান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. মোহাম্মদ কামরুল হুদা বলেন, এবছর ভর্তি পরীক্ষার ফলাফল সঠিক ও নির্ভুল করা লক্ষ্যে ‘ডাবল চেক’ প্রক্রিয়ায় উত্তরপত্র প্রথমে একবার আমাদের এখানে আরেকবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে মূল্যায়ন করা হবে। মানে ডাবল চেকের মাধ্যমে মূল্যায়ন করে ফলাফল প্রকাশ করা হবে। প্রতারক চক্রের জালিয়াতি রোধে এবছর প্রতিটি কেন্দ্রে সিট প্ল্যান বসানো হবে। সিট প্ল্যানে ছবিসহ যাবতীয় তথ্য থাকবে। বিশ্ববিদ্যালয়ের বাহিরের কেন্দ্রগুলোতে প্রতারক চক্রের দৌরাত্ম কমাতে প্রতিটি কেন্দ্রে গোয়েন্দা টিম কাজ করবে।’

তিনি আরো বলেন, ‘প্রতারক চক্রের জালিয়াতি রোধে বিশ্ববিদ্যালয়ের বাহিরের কেন্দ্রগুলোর দায়িত্বপ্রাপ্ত শিক্ষকদেরকে বিভিন্ন বিষয় বুঝিয়ে দিতে তাদের সঙ্গে আমরা বসব। সেই সাথে কেন্দ্রগুলোতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষদের অংশগ্রহনের ব্যবস্থা থাকবে।’

উল্লেখ্য, শিক্ষার্থীদের দুর্ভোগের কথা বিবেচনা করে দুর্ভোগহীন ও শিক্ষাবান্ধব একটি পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২০১৭-১৮ শিক্ষাবর্ষে চারটি ইউনিটে পরীক্ষা নেয়া হবে। চারটি ইউনিটের মধ্যে ৮টি অনুষদভূক্ত ৪৬টি বিভাগ ও ৫টি ইনস্টিটিউটে ৪ হাজার ৯২৪টি আসন রয়েছে। ‘সি’ ইউনিটের ভর্তি আগামী ২৬ আক্টোম্বর; ‘ডি’ ইউনিটের ভর্তি ২৭ আক্টোম্বর; ‘বি’ ইউনিটের ভর্তি ২৮ আক্টোম্বর; ‘এ’ ইউনিটের ভর্তি ২৯ আক্টোম্বর সকাল ১০টায় অনুষ্ঠিত হবে।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :সেপ্টেম্বর ২৮, ২০১৭ ১০:৪১ পূর্বাহ্ণ