২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৭:১১

বাংলাদেশ-ইংল্যান্ড ম্যাচের সব টিকিট শেষ

অনলাইন ডেস্ক:

চ্যাম্পিয়ন্স ট্রফির আসর বসছে ইংল্যান্ডে। ১ জুন উদ্বোধনী ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক ইংল্যান্ড। ম্যাচটি ঘিরে স্বাগতিক দর্শকদের পাশাপাশি বাংলাদেশের দর্শকদের আগ্রহও তুঙ্গে।  ম্যাচ শুরুর ১৭ দিন আগেই বাংলাদেশ-ইংল্যান্ড ম্যাচের সব টিকিট বিক্রি হয়ে গেছে।

বাংলাদেশ- ইংল্যান্ডের ক্রিকেট ম্যাচ কয়েক বছর আগেও ছড়াতে পারতো না প্রতিদ্বন্দ্বিতার গন্ধ। ইংল্যান্ডের মাটিতে খেলা হলে ফাঁকা পড়ে থাকতো গ্যালারি। কিন্তু সময় বদলে গেছে। ম্যাচের এখনো অনেক সময় বাকি, তারপরও সব টিকিট বিক্রি হয়ে যাওয়া নিশ্চয় সময় বদলেরই প্রমাণ।

বাংলাদেশ- ইংল্যান্ড সর্বশেষ মুখোমুখি হয়েছিলো দ্বিপাক্ষিক সিরিজে। ওই সিরিজে ২-১ ব্যবধানে জিতে যায় ইংলিশরা। জিতলেও ইংলিশদের পড়তে হয় তুমুল প্রতিরোধের মুখে।

এ ছাড়া ইংল্যান্ডকে পরপর দুই বিশ্বকাপে হারানোর সুখস্মৃতিও আছে বাংলাদেশের। সব মিলিয়ে বাংলাদেশ- ইংল্যান্ডের ওয়ানডে মানেই এখন বাড়তি উত্তেজনা।

সাপ্তাহিক ছুটির দিনে হওয়ায় ২৪ হাজার ধারণ ক্ষমতাসম্পন্ন স্টেডিয়ামের ম্যাচটিকে ঘিরে দর্শকদের আগ্রহ বেশি বলে ধারণা করা হচ্ছে। চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশ এর আগে ২০০০ সালে একবারই ইংল্যান্ডের বিপক্ষে খেলেছে। তখন অবশ্য টুর্নামেন্টটা আইসিসি নক-আউট ট্রফি নামেই পরিচিত ছিল। প্রায় দেড় যুগ পর আবারও ওই টুর্নামেন্টে দেখা যাবে বাংলাদেশ-ইংল্যান্ড এর জমজমাট লড়াই।

দৈনিক দেশজনতা/এন আর

প্রকাশ :মে ১৪, ২০১৭ ১২:০৮ অপরাহ্ণ