১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:২৩

ত্রিদেশীয় সিরিজে আজ মুখোমুখি আয়ারল্যান্ড ও নিউজিল্যান্ড

অনলাইন ডেস্ক:

আজ আয়ারল্যান্ড ও নিউজিল্যান্ড ত্রিদেশীয় সিরিজের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হচ্ছে। বাংলাদেশ সময় বিকেল ৩টা ৪৫ মিনিটে ডাবলিনের মালাহিডে ম্যাচটি শুরু হবে। আইরিশরা নিউজিল্যান্ডের বিপক্ষে জয় পেতেই মাঠে নামবে। নিউজিল্যান্ড অন্যদিকে জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করতে চায়।

ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হয় বাংলাদেশ ও আয়ারল্যান্ড। কিন্তু বৃষ্টির কারণে ম্যাচটি পরিত্যক্ত হয়ে যায়। মালাহিডে টস জিতে প্রথমে ফিল্ডিং করতে নামে আয়ারল্যান্ড। ব্যাটিং-এ নেমে ৩১ দশমিক ১ ওভারে ৪ উইকেটে ১৫৭ রান সংগ্রহ করে বাংলাদেশ। এরপর বৃষ্টির কারণে ম্যাচটি পরিত্যক্ত হয়ে যায়। ফলে দু’দল পয়েন্ট ভাগাভাগি করে নেয়। বাংলাদেশ ২ ও আয়ারল্যান্ড ২ পয়েন্ট পায়।

তবে ত্রিদেশীয় সিরিজের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডকে হারানোর স্বপ্ন দেখছে আয়ারল্যান্ড। এমনটাই জানালেন আইরিশ অধিনায়ক উইলিয়াম পোর্টারফিল্ড। তিনি বলেন, ‘বৃষ্টির কারণে প্রথম ম্যাচটি পরিত্যক্ত হয়েছে। তবে দ্বিতীয় ম্যাচে আমরা জয় চাই। নিউজিল্যান্ড শক্তিশালী ও বড় দল। তাদের হারানো কঠিন। তারপরও নিউজিল্যান্ডকে হারানোর লক্ষ্য নিয়েই মাঠে নামবো আমরা।’

দৈনিক দেশজনতা/এন আর

প্রকাশ :মে ১৪, ২০১৭ ১২:৩৭ অপরাহ্ণ