নিজস্ব প্রতিবেদক:
ভ্রাম্যমাণ আদালত বাচাতে আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকে অবৈধ ও অসাংবিধানিক ঘোষণা করে হাই কোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে আজ রোববার সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় এই আবেদন জমা দেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু। তিনি গণমাধ্যমকে বলেন, ২০০৯ সালে আইনটি হওয়ার পর ভেজাল, নকল, বাল্যবিবাহ রোধ, নকলমুক্ত পরীক্ষা গ্রহণসহ বিভিন্ন ক্ষেত্রে ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রমে মানুষের এক ধরনের আস্থা তৈরি হয়েছে। ফলে জনস্বার্থ বিবেচনায় হাই কোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করা হয়েছে। আজই এ বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে।
দৈনিক দেশজনতা/এন আর