দৈনিক দেশজনতা অনলাইন ডেস্ক:
নিউইয়র্ক নগরের উডসাইড এলাকায় মারুফ বিল্লাহ (২৮) নামের এক বাংলাদেশি যুবকের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন। ১৮ সেপ্টেম্বর সোমবার নিজ কক্ষ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
মারুফের মরদেহ কুইন্স হসপিটাল মর্গে রাখা হয়েছে। তাঁর মা-বাবা এবং এক ভাই ও এক বোন ঢাকায় বসবাস করেন বলে জানা গেছে। সুদর্শন মারুফ বিল্লাহ উন্নত জীবনের আশায় দীর্ঘ পথ পেরিয়ে প্রায় সাড়ে তিন বছর আগে আমেরিকায় আসেন। তিনি ছয় সাত মাস ধরে নিউইয়র্কের উডসাইড এলাকায় বাংলাদেশি মালিকানাধীন একটি প্রাইভেট হাউসের বেসমেন্টে ভাড়া থাকতেন এবং ইয়েলো ক্যাব চালাতেন। বাড়ির মালিক মোশাররফ হোসেন ২০ সেপ্টেম্বর বুধবার জানান, কয়েক দিন ধরে মারুফ বিল্লাহর সাড়া-শব্দ না পেয়ে গত ১৮ সেপ্টেম্বর সোমবার তার খোঁজ নিতে গেলে ভেতর থেকে দরজা বন্ধ দেখা যায়। বেসমেন্ট থেকে গন্ধ পেয়ে তিনি তাঁর কাছে থাকা অতিরিক্ত চাবি দিয়ে দরজার তালা খুলে মারুফের কক্ষে যান। সেখানে তাঁকে ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। সঙ্গে সঙ্গে তিনি পুলিশ কল করলে নিউইয়র্ক সিটি পুলিশ এসে মারুফ বিল্লাহর মরদেহ নিয়ে যায়। মরদেহ কুইন্স সেন্টার মর্গে রয়েছে।
এদিকে, মারুফের পরিচিতজন সূত্রে জানা গেছে, তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। কিছুদিন ধরে ঢাকায় তাঁর প্রেমিকার সঙ্গে মানসিক দ্বন্দ্ব চলছিল বলে একটি সূত্র জানায়। অপরদিকে মারুফ বিল্লাহ’র কোনো নিকটাত্মীয় নিউইয়র্কে না থাকায় কমিউনিটি নেতৃবৃন্দ মরদেহ কী করবেন তা নিয়ে বিপাকে পড়েছেন। তাঁর মরদেহ ঢাকায় পাঠাতে চার পাঁচ হাজার ডলার প্রয়োজন। এ জন্য কমিউনিটির সহযোগিতা দরকার বলে তাঁরা জানান। পাশাপাশি ঢাকায় মারুফের পরিবারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা চলছে বলে সর্বশেষ খবরে জানা গেছে।
দৈনিকদেশজনতা/ আই সি