১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:১২

ঢাকা অ্যাটাকের দ্বিতীয় পোস্টার উন্মোচন

বিনোদন ডেস্ক:

দীপনংকর দীপন পরিচালিত ‘ঢাকা অ্যাটাক’ ছবির দ্বিতীয় অফিশিয়াল পোস্টার উন্মোচন করা হয়েছে শনিবার বিকেল ৫টায়। বর্তমানে ছবিটি সেন্সর বোর্ডে সেন্সর ছাড়পত্রের অপেক্ষায় রয়েছে।

প্রথম পোস্টারে শুধু আরিফিন শুভ, মাহি ও এবিএম সুমন স্থান পেলেও এবারের পোস্টারে তাদের পাশাপাশি হাসান ইমাম, আলমগীর, শতাব্দী ওয়াদুদ, আফজাল হোসেন ও নওশাবা আহমেদও স্থান পেয়েছেন। এছাড়া পোস্টারের বিভিন্ন স্থান জুড়ে রয়েছে বোমা বিস্ফোরণে উড়ে যাওয়া গাড়ী, মাহি-শুভ ও সুমন-নওশাবা’র রোমান্স।

পুলিশ কর্মকর্তা সানী ছানোয়ারের লেখা গল্পে ছবিটি প্রযোজনা করেছে বাংলাদেশ পুলিশ পরিবার, ফ্ল্যাশ মাল্টিমিডিয়া ও থ্রি হুইলার্স লিমিটেড।

প্রথম পুলিশ থ্রিলার ‘ঢাকা অ্যাটাক’ দেশে মুক্তি পাবে আগামী ৬ অক্টোবর। বাংলাদেশের পাশাপাশি ‘ঢাকা অ্যাটাক’ পাঁচটি দেশের একুশটি শহরে মুক্তি পাবে ২০ অক্টোবর।

প্রকাশ :সেপ্টেম্বর ২৩, ২০১৭ ৮:৪৩ অপরাহ্ণ