বিনোদন ডেস্ক:
দীপনংকর দীপন পরিচালিত ‘ঢাকা অ্যাটাক’ ছবির দ্বিতীয় অফিশিয়াল পোস্টার উন্মোচন করা হয়েছে শনিবার বিকেল ৫টায়। বর্তমানে ছবিটি সেন্সর বোর্ডে সেন্সর ছাড়পত্রের অপেক্ষায় রয়েছে।
পুলিশ কর্মকর্তা সানী ছানোয়ারের লেখা গল্পে ছবিটি প্রযোজনা করেছে বাংলাদেশ পুলিশ পরিবার, ফ্ল্যাশ মাল্টিমিডিয়া ও থ্রি হুইলার্স লিমিটেড।
প্রথম পুলিশ থ্রিলার ‘ঢাকা অ্যাটাক’ দেশে মুক্তি পাবে আগামী ৬ অক্টোবর। বাংলাদেশের পাশাপাশি ‘ঢাকা অ্যাটাক’ পাঁচটি দেশের একুশটি শহরে মুক্তি পাবে ২০ অক্টোবর।