১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:১১

লায়লা লাঠিয়াল মৌসুমী হামিদ

বিনোদন ডেস্ক:

মৌসুমী হামিদ লাঠি খেলেন, লাঠি দিয়ে অশুভকে বিনাশ করেন। তিনি একজন লাঠিয়াল। এমন একটি চরিত্রে তাকে দেখা যাবে ইরানি বিশ্বাস পরিচালিত টেলিফিল্ম ‘লায়লা লাঠিয়াল’-এ। মৌসুমী চরিত্রটি নিয়ে বলেন, ‘লাঠিয়াল হিসেবে অভিনয়ের জন্য আমাকে লাঠি খেলা শিখতে হয়েছে। এটা আমার জন্য ভিন্ন এক অভিজ্ঞতা। খুব মজা পেয়েছি এতে অভিনয় করতে গিয়ে।’ তিনি বলেন, ‘শুনেছি কোনো নারী লাঠিয়াল চরিত্রের এটাই প্রথম কাজ। দারুণ একটি গল্পে অভিনব এই চরিত্রে কাজের সুযোগ দেয়ার জন্য পরিচালক ইরানি দিদির কাছে আমি কৃতজ্ঞ।’ ‘লায়লা লাঠিয়াল’-এ মৌসুমীর বিপরীতে অভিনয় করেছেন আরিফ অর্ক। আরও আছেন শিরিন আলম, মাহমুদুল হক মিঠু, রেশমী প্রমুখ। পরিচালক ইরানি বিশ্বাস জানান, আগামী ২৬ সেপ্টেম্বর বিকেল আড়াইটায় মাঝদুপুরের টেলিছবি হিসেবে চ্যানেল আইতে প্রচারিত হবে।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :সেপ্টেম্বর ১৯, ২০১৭ ৫:৪৭ অপরাহ্ণ