১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:০৭

ডিভোর্সের খবর অস্বীকার মিলার

বিনোদন ডেস্ক:

জনপ্রিয় গায়িকা মিলা বিয়ে করেছেন মাত্র চার মাস হল। এর মধ্যেই তার সংসার ভাঙার খবর প্রকাশিত হয়েছে। কিন্তু এ খবরে মিলা বলছেন, ‘আমাদের মধ্যে ডিভোর্স হয়নি।’ মিলা বলেন, ‘আমি জানি না কে বা কারা এ খবর ছড়াচ্ছেন। আপনারাই বা কোথায় থেকে এসব খবর পাচ্ছেন। যারা বানোয়াট মনগড়া নিউজ ছড়াচ্ছেন তাদের বলবো মনগড়া নিউজ করে বিভ্রান্তিতে ফেলবেন না।’ টানা ১০ বছর প্রেমের পর চলতি বছরের ১২ মে মিলা আনুষ্ঠানিকভাবেই বৈমানিক পারভেজ সানজারিকে বিয়ে করেন।

জনপ্রিয় এ শিল্পীর ডিভোর্সের সংবাদে বলা হয়, বিয়ের পরপরই মনোমালিন্য শুরু হয় দুজনের মধ্যে। প্রায়ই ঝগড়া হয় দুজনের। এছাড়া এক পর্যায়ে মিলা স্বামী পারভেজ সানজারির বিরুদ্ধে মামলা করতে বাসা থেকে বের হন। যদিও পরিবারের হস্তক্ষেপে শেষ পর্যন্ত বিষয়টি মামলা পর্যন্ত গড়ায়নি। বিষয়টির জের ধরেই ডিভোর্সের ঘটনা ঘটে তাদের মধ্যে।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :সেপ্টেম্বর ১৯, ২০১৭ ৫:৪৫ অপরাহ্ণ