১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:৩০

বাড়িতেই চুলের জন্য কন্ডিশনার তৈরি করুন

লাইফ স্টাইল ডেস্ক:

কন্ডিশনার আপনার চুলকে রুক্ষ হওয়া থেকে বাঁচাবে এবং চুলকে সফট করবে৷ বেশিরভাগ সময়ই শ্যাম্পু করার পর চুলের আর কোনো যত্ন নেয়া হয় না৷ কিন্তু বিশেষজ্ঞদের মতে শ্যাম্পু করে চুল কখনই ফেলে রাখতে নেই। কন্ডিশনার ব্যবহার করা খুবই উচিত৷ শ্যাম্পু চুলের রুট থেকে ময়লা পরিষ্কার করে কিন্তু চুলকে রুক্ষতা থেকে বাঁচায় না এই কাজটাই করে কন্ডিশনার৷ চুলকে নিউট্রিয়েনস দেয় কন্ডিশনার৷ এখন বাজারে বিভিন্নরকমের কন্ডিশনার পাবেন, যদি কেউ কেমিক্যালযুক্ত কন্ডিশনার না চান তাহলে তারা বাজারে হোম মেড প্রোডাক্টও পাবেন অনায়াসে৷ অথবা বাড়িতেই তৈরি করে নিতে পারেন কন্ডিশনার।

তবে বিউটিসিয়ানরা সবসময় বলেন কন্ডিশনার উইথ শ্যাম্পু ব্যবহার করতে৷ সেটাও করতে পারেন৷ সবসময় অনেকেই রুক্ষ-শুষ্ক চুলের জন্য ব্যতিব্যস্ত হয়ে যান করেন এর প্রধান কারণ হল চুল তার প্রোটিন পায় না৷ ত্বকের যেমন প্রোটিনের দরকার হয় তেমনই চুলেরও৷ আপনাদের জন্য রইল কিছু হোমমেড কন্ডিশনার৷

কলা এবং মধুর কন্ডিশনার :

অনেকেই আছেন যারা কলা খেতে পছন্দ করেন না,কলা বাড়িতে পরে অনেকসময় নষ্ট হয়৷ তারা কলা ফেলে না দিয়ে কাজে লাগান৷ কলার সঙ্গে মধু ভালো করে মিশিয়ে প্যাক বানান৷ এই প্যাকটি চুলে কন্ডিশনার হিসেবে ব্যবহার করতে পারেন৷ এটি একটি খুব ভালো এবং কার্যকরী কন্ডিশনার৷ সপ্তাহে দু’বার এই কন্ডিশনারটি ব্যবহার করতে হবে৷

ডিম এবং লেবু :

যদি দেখেন আপনার চুল পুরোপুরি ডামেজ হয়ে গেছে তাহলে ডিম দিয়ে তৈরি কন্ডিশনার আপনাদের জন্য খুবই উপকারী৷ ডিম আপলার চুলকে প্রোটিন দেয় যা আপনার চরলের রুক্ষতা দূর করে৷ ডিমের সঙ্গে লেবুর রস মিশিয়ে প্যাক বানিয়ে চরলে লাগান ২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন৷

অ্যালো ভেরার সঙ্গে অলিভ অয়েল :

চার থেকে পাঁচ টেবিল চামচ অ্যালো ভেরা জুস,২-৩ চামচ ডিমের সাদা অংশ এবং ৩-৪ চামচ অলিভ অয়েল একটি পাত্রে মেশান৷ অলিভ অয়েল মেশানোর আগে গরম করতে ভুলবেন না৷ আপনি যদি দু থেকে তিন মাস ধরে সপ্তাহে দু-তিন বার এই কন্ডিশনারটি লাগান তাহলে অবশ্যই উপকার পাবেন৷

নারকেল তেল এবং মধু :

নারকেল তেলের সঙ্গে মধু মিশিয়ে চুলে লাগান, এটি একটি অন্যতম হ্যান্ডমেড কন্ডিশনার৷ এক চামচ মধুর সঙ্গে দু-চামচ নারকেল তেল মেশান৷ তারপর মিশ্রণটি চুলে ভালো করে লাগান৷

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :সেপ্টেম্বর ১৮, ২০১৭ ১১:৪৮ পূর্বাহ্ণ